Logo

রাজনীতি

ঢাকা-১৮ আসনে মনোনয়নপত্র জমা দিলেন এস এম জাহাঙ্গীর হোসেন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৩

ঢাকা-১৮ আসনে মনোনয়নপত্র জমা দিলেন এস এম জাহাঙ্গীর হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে অবস্থিত নির্বাচন কমিশন অফিসে, সেগুনবাগিচায় তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে এই মনোনয়ন দাখিল করা হয়।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. আক্তার হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. জামির হোসেন, দলের সদস্য মো. আলী আকবর, আব্দুল সালাম সরকার ও মো. রফিকুর ইসলাম খান। এ ছাড়া বৃহত্তর উত্তরা থানার সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণখান থানার সাবেক সভাপতি মো. শাহাবুদ্দিন সাগর, খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক লায়ন হাজী এস এম ফজলুল হক, ভাটারা থানা বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ ভূঁইয়া ছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিলের পর নেতাকর্মীরা বলেন, ঢাকা-১৮ আসনে বিএনপির সাংগঠনিক অবস্থান শক্তিশালী এবং আমরা আশাবাদী দলীয় প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন জনগণের ব্যাপক সমর্থন পাবেন।

এমএএস/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর