Logo

রাজনীতি

তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠকে স্থায়ী কমিটি

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৫:১৯

তারেক রহমানের সভাপতিত্বে জরুরি বৈঠকে স্থায়ী কমিটি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৮ মিনিটে বৈঠকটি গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয়। 

এর আগে দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান গুলশানের বাসভবন থেকে গাড়িতে করে কার্যালয়ে পৌঁছান। তার আগেই স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে অংশ নিতে উপস্থিত হন।

বৈঠকে খালেদা জিয়ার মৃত্যুতে দলের কর্মসূচি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে। বৈঠকে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান।

এছাড়া বৈঠকে অংশগ্রহণের জন্য পথে রয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমদ।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর