Logo

রাজনীতি

বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান

Icon

বাংলাদেশের খবর

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:১৩

বিএনপির চেয়ারম্যান হচ্ছেন তারেক রহমান

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর দলটির চেয়ারম্যান পদটি আনুষ্ঠানিকভাবে শূন্য হয়ে গেছে। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই চেয়ারম্যান পদে বসতে পারেন বলে বিএনপির নীতিনির্ধারণী মহলে প্রত্যাশা তৈরি হয়েছে। তবে কবে, কোন প্রক্রিয়ায় এবং দলের গঠনতন্ত্র অনুযায়ী কীভাবে তাঁকে চেয়ারম্যান ঘোষণা করা হবে, তা নিয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে বিষয়টি এখন অগ্রাধিকার পেয়েছে। 

এদিকে দলটির ভেতরে সবচেয়ে সংবেদনশীল হয়ে উঠেছে প্রচারণায় ব্যবহৃত ছবির বিষয়টি। ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড ও ডিজিটাল পোস্টারে কার ছবি ব্যবহর হবে তা নির্ধারণে দ্রুতই ইসির সঙ্গে আলোচনায় বসবেন বিএনপি নেতারা। নেতাদের মতে, সাংগঠনিক ঐক্য রক্ষা এবং আইনগত জটিলতা এড়াতে বিষয়টি কেন্দ্রীয়ভাবে নির্ধারণ জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে চেয়ারপারসন শূন্যপদে সিদ্ধান্ত দেরি হলে নির্বাচন প্রস্তুতিতেও প্রভাব পড়তে পারে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।

ডিআর/এমএন

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর