Logo

রাজনীতি

১১ জানুয়ারি ভাসানীর কবর জিয়ারত করবেন তারেক রহমান

Icon

রেজাউল করিম, টাঙ্গাইল

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১৭:২৮

১১ জানুয়ারি ভাসানীর কবর জিয়ারত করবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ জানুয়ারি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নিতে টাঙ্গাইলে যাবেন। লন্ডন থেকে দেশে ফেরার পর ঢাকার বাইরে এটিই হবে তার প্রথম সফর।

বুধবার (৭ জানুয়ারি) বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্র অনুযায়ী, ১১ জানুয়ারি সকাল ৯ থেকে ১০টার মধ্যে তারেক রহমান ঢাকার বাসভবন থেকে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হবেন। দুপুর আনুমানিক ১টায় টাঙ্গাইলে পৌঁছে তিনি ভাসানীর কবর জিয়ারত করবেন এবং সেখানে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।

ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম এ কর্মসূচিকে ঘিরে টাঙ্গাইলে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। তার আগমন উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশে নেতাকর্মী ও সমর্থকরা তাঁকে অভিবাদন জানাবেন।

সূত্রমতে, টাঙ্গাইলের মির্জাপুর অংশ থেকেই তারেক রহমানকে সংবর্ধনা জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসনও প্রস্তুতি গ্রহণ করেছে।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে তারেক রহমানের প্রথম জেলা সফর টাঙ্গাইল। এই সফরকে ঘিরে টাঙ্গাইলে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা তাকে সর্বোচ্চ সম্মান ও সংবর্ধনা জানাব। টাঙ্গাইলবাসী তাঁকে স্বাগত জানাতে উৎসুক।’

তিনি আরও জানান, তারেক রহমানের টাঙ্গাইল সফর ও দোয়া মাহফিল সফল করতে দলীয় পর্যায়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর