বিএনপি-জামায়াত ফ্যাসিবাদী যাতাকলে নিষ্পেষিত হয়েছে : মজিবুর রহমান মঞ্জু
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১৮:৪৭
ছবি : বাংলাদেশের খবর
আমার বাংলাদেশ (এবি) পার্টি’র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বিএনপি ও জামায়াত দীর্ঘদিন ধরে ‘ফ্যাসিবাদী যাতাকলে’ নির্যাতিত ও নিষ্পেষিত হয়েছে। তিনি বলেন, এখন তারা একে অপরের বিরুদ্ধে কাদাছেঁড়াছড়ি করছে, যা খুবই দুর্ভাগ্যজনক।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ফেনী প্রেসক্লাবে ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঞ্জু বলেন, ‘আমরা কেউ অপরের সম্পর্কে জানছি না, ভাবছি না। আমাদের এখন দেশ নিয়ে বৃহত্তর ঐক্য প্রয়োজন। আমরা কেউ দেশ নিয়ে ভাবছি না, এটি শুভ লক্ষণ নয়। এখনো আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি, এটি বড় দুর্ভাগ্য।’
তিনি আরও বলেন, দেশের মঙ্গল নিয়ে কাজ করতে গেলে কেউ আমাদের ‘ভারতের দালাল’, কেউ ‘পাকিস্তানের দালাল’ বলে। অপবাদের এ রাজনীতি বন্ধ করতে হবে।
দৈনিক বাংলাদেশের খবর’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক ফেনী বার্তার সম্পাদক মীর হোসেন মীরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ডেইলি স্টারের ফেনী প্রতিনিধি মুক্তিযোদ্ধা আবু তাহের, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, পিআরপির চেয়ারম্যান ও ফেনী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তারেকুল ইসলাম ভূঁইয়া, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শামছুল হক চৌধুরী এবং জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম।
দীপ্ত টিভির প্রতিবেদক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপ্তাহিক স্বদেশ পত্রিকার সম্পাদক এন.এন. জীবন। স্বাগত বক্তব্য দেন দৈনিক বাংলাদেশের খবরের ফেনী জেলা প্রতিনিধি এম. এমরান পাটোয়ারী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটি, পরশুরাম প্রেস ক্লাব, সোনাগাজী প্রেস ক্লাব, ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাব, ফেনী সাংবাদিক ইউনিয়ন, ফেনী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম, বন্ধুর বন্ধন ফেনী জেলা, ফেনী পলিটেকনিক্যাল শিক্ষক সমিতি, ফেনী জেলা জুয়েলার্স অ্যাসোসিয়েশন, ফেনী জেলা মাধ্যমিক শিক্ষা সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
-695fa63c40741.jpg)
অনুষ্ঠানের শুরুতে ফেনীর কৃতি সন্তান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি আবদুল হান্নান। পরে, একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি ফেনী প্রেসক্লাব থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এম এমরান পাটওয়ারী/এআরএস

