বিএনপি গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি : বাংলাদেশের খবর
বিএনপি গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, আমরাই সবার আগে সংস্কার চেয়েছি। গণভোটে আমরা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ মন্তব্য করেন।
গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর আগাম প্রচারণা প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, গণভোটের বিষয়ে সরকারের পক্ষ থেকেও প্রচারণা চলছে। সরকারিভাবে যদি তা অন্যায় না হয়, তবে অন্যদের ক্ষেত্রেও সেটিকে অন্যায় বলা যায় না।
তিনি বলেন, সংস্কার সবার আগে আমরা চেয়েছি। আমরা সংসদে নারীদের আসন বাড়ানোর কথা বলেছি। জামায়াত তো একজন নারীকেও মনোনয়ন দেয়নি। আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে।
নজরুল ইসলাম খান বলেন, দ্বৈত নাগরিকত্ব নিয়ে সমস্যা হচ্ছে। সংবিধানে বলা আছে, কোনো প্রার্থী দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করলে ভোটে অংশ নিতে পারবেন। অথচ কিছু জায়গায় রিটার্নিং অফিসার আমাদের ও অন্য দলের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছে। বিষয়টি যেন জটিল না হয় তা নিয়ে কথা হয়েছে।
এসআইবি/এমবি

