Logo

রাজনীতি

জামায়াত জোটের চূড়ান্ত সংবাদ সম্মেলন চলছে, নেই ইসলামী আন্দোলন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ২০:৫৯

জামায়াত জোটের চূড়ান্ত সংবাদ সম্মেলন চলছে, নেই ইসলামী আন্দোলন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণার সংবাদ সম্মেলন শুরু হয়েছে। এ সম্মেলনে আসেননি ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১১ দলীয় জোটের সংবাদ সম্মেলন শুরু হয়।

এর আগে রাত ৮টা ২০ মিনিটে জোটের সংবাদ সম্মেলনে অংশ নিচ্ছে না বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ফজলুল করিম মারুফ।

এদিকে, রাত ৮টা ১৫ মিনিটে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, নির্বাচনী সমঝোতা বিষয়ে দলের অবস্থান তুলে ধরতে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টায় একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর