Logo

রাজনীতি

২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান

Icon

গাজী আরিফুর রহমান, বরিশাল

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:৪৪

২০ বছর পর বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

দীর্ঘ প্রায় দুই দশক পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন তারেক রহমান বরিশাল সফরে যাচ্ছেন। আগামী ২৬ জানুয়ারি বিকেলে শহরের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্র তারেক রহমানের এই সফরকে ঘিরে বরিশালসহ দক্ষিণাঞ্চলের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উল্লাস দেখা যাচ্ছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান নেতার আগমন নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে কেন্দ্রীয়ভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বরিশাল বিএনপি সূত্র জানায়, বুধবার রাতে আকন কুদ্দুসুর রহমান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বরিশাল সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার গুলশানস্থ দলীয় কার্যালয়ে গেলে তারেক রহমান সরাসরি বরিশাল সফরের কথা জানান। এ সময় জনসভার সার্বিক প্রস্তুতির জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়।

বরিশাল সদর আসনে ধানের শীষের প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেন, ‘দীর্ঘ ২০ বছর পর নেতাকে বরণ করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি শুরু করেছি। আগামী ১৮ জানুয়ারি বরিশাল ক্লাবে প্রস্তুতিসভা ডাকা হয়েছে।’

উল্লেখ্য, ২০০৬ সালের ১৪ মে শেষবারের মতো বরিশাল সফর করেছিলেন তারেক রহমান। তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব (১ নম্বর) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সে সময় তিনি একটি কর্মীসভায় বক্তৃতা, একটি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও একটি সেতুর উদ্বোধন করেন।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, ‘২৬ জানুয়ারির জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে জোর প্রস্তুতি চলছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর