Logo

রাজনীতি

নির্বাচনের জন্য ‘অর্থ সহায়তা’ চাইল এনসিপি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১৭:১২

নির্বাচনের জন্য ‘অর্থ সহায়তা’ চাইল এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সাধারণ জনগণের কাছে অর্থিক সহায়তা চেয়েছে। দলটি ক্রাউডফান্ডিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহ করে নির্বাচনী ব্যয় মেটানোর পরিকল্পনা করেছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর বাংলা মোটর এলাকায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মুখপাত্র আসিফ মাহমুদ এ সহযোগিতা চান।

তিনি বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির যে প্রার্থীকে পছন্দ করেন বা পার্টিকে সমর্থন করতে চান, তার জন্য অর্থ সহায়তা করুন। নির্বাচনী যাত্রা পার হতে আমাদের সহযোগিতা করুন। নির্বাচিত হলে সংসদে আমরা জনগণের ভয়েস তুলে ধরব।’

তিনি আরও জানান, অর্থ সহায়তার কোনো নির্দিষ্ট সীমা নেই। প্রত্যেকেই তাদের সামর্থ্য অনুযায়ী পার্টিকে অর্থিকভাবে সহায়তা করতে পারবেন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর