Logo

রাজনীতি

রাজধানীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৬

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ২০:০৭

রাজধানীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৬

রাজধানীর মিরপুর ৬০ ফিট এলাকায় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এ সংঘর্ষ হয়। পুলিশের মিরপুর জোনের উপকমিশনার (ডিসি) মইনুল হক সংঘর্ষের তথ্য নিশ্চিত করেছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের পর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এতে জামায়াতের অন্তত ১৬ জন সদস্য আহত হন। এ সময় কয়েকজনকে মসজিদের ভেতরে আটকে রাখার অভিযোগও উঠেছে।

ঘটনাস্থলে এখনো উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।

এমএএস/এইচকে 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংঘর্ষ বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর