Logo

রাজনীতি

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের জনসভার সময় পরিবর্তন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ১২:৫৪

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের জনসভার সময় পরিবর্তন

শুক্রবার ভোরে নারায়ণগঞ্জের পাচঁরুখির জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচনী জনসভার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ঢাকা-১৭ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারম্যান তারেক রহমানের সমর্থনে আয়োজিত এই জনসভা পূর্বনির্ধারিত সময় আজ শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরের পরিবর্তে সন্ধ্যা ৬টায় ভাসানটেকের বিআরবি মাঠে শুরু হবে।

এর আগে, নির্বাচনী প্রচারণার প্রথম দিনে দেশের সাতটি জেলায় ম্যারাথন সমাবেশ শেষে আজ শুক্রবার ভোরে রাজধানীতে ফিরেছেন তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া এই ঝটিকা সফরে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনপদে সাতটি বড় জনসভায় বক্তব্য দেন।

প্রচারণার এই ব্যস্ত সূচি শুরু হয় গতকাল দুপুর ১২টায় সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশের মধ্য দিয়ে। এরপর তিনি দুপুর ৩টায় মৌলভীবাজার এবং সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জের জনসভায় যোগ দেন। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর প্রচারণা আরও গতি পায়। তিনি রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এবং রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরবে নির্বাচনী সভায় অংশ নেন। এরপর রাত ৩টায় নরসিংদী পৌর পার্ক সংলগ্ন মাঠে পৌঁছান এবং সর্বশেষ নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জের গাউছিয়ায় বক্তব্য দিয়ে রাত ৪টার কিছু সময় পর ঢাকার উদ্দেশে রওনা হন।

সারাদেশে বিএনপির মনোনীত প্রার্থীরা গতকাল থেকেই আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন।

দীর্ঘ সফর শেষে ঢাকায় ফেরা তারেক রহমান আজ সন্ধ্যায় ভাসানটেকে তার নিজ আসনের জনসভায় ভোটারদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।


প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর