বিভক্ত বাংলাদেশ চাই না, ঐক্যবদ্ধ দেশ গড়তে চাই : জামায়াত আমির
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৬, ১৬:৫৮
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনে জীবনদানকারী শহীদদের স্বপ্ন ছিল একটি সুখী, সমৃদ্ধশালী ও বৈষম্যহীন বাংলাদেশ। জনগণ জামায়াতে ইসলামীকে সরকার গঠনের সুযোগ দিলে সেই স্বপ্ন বাস্তবায়ন করা হবে। আমরা বিভক্ত বাংলাদেশ চাই না, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ দেশ গড়তে চাই।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে জামায়াতে ইসলামী বগুড়া জেলা ও শহর শাখার আয়োজনে আলতাফুন্নেছা খেলার মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বগুড়ার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং দুর্নীতি, দুঃশাসন ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গঠনের অঙ্গীকার করেন।
জামায়াত আমির বলেন, অতীতে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ যেন সরকারি কোষাগার থেকে অর্থ লুটপাট করতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার কথাও তিনি উল্লেখ করেন। দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
চাঁদাবাজি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত অতীতে চাঁদাবাজি করেনি, বর্তমানে করে না, ভবিষ্যতেও করবে না। আমরা করব না, কাউকে করতেও দেব না।
নারীদের প্রসঙ্গে তিনি বলেন, নারীরা মায়ের জাত, তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। যোগ্যতার ভিত্তিতে নারীরা দেশ গঠনে অংশ নেবেন এবং নিরাপদ পরিবেশে চলাফেরা করতে পারবেন।
যুব সমাজের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, বেকারত্ব দূর করে যুবকদের দক্ষ জনশক্তিতে পরিণত করা হবে। আমরা ভাতা দিয়ে যুবকদের অসম্মানিত করতে চাই না; তাদের হাতে কাজ তুলে দিতে চাই।
তিনি ন্যায় ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পরে বগুড়া জেলার ৭টি আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে প্রতীক তুলে দেন।
জনসভায় বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান এবং ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
এছাড়া বিভিন্ন আসনের সংসদ সদস্য পদপ্রার্থীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
জনসভা শেষে ডা. শফিকুর রহমান শেরপুরে বগুড়া-৫ আসনের প্রার্থী দবিবুর রহমানের পথসভায় অংশ নেন। এর আগে সকালে গাইবান্ধা থেকে এসে মোকামতলা মহিলা কলেজ মাঠে বগুড়া-২ আসনের প্রার্থী মাওলানা শাহাদাতুজ্জামানের পথসভায় বক্তব্য দেন।
জুয়েল/এমবি

