Logo

রাজনীতি

ভবিষ্যতে দুর্নীতির বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না : তারেক রহমান

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১৫:৩৫

ভবিষ্যতে দুর্নীতির বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না : তারেক রহমান

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অতীতের বিএনপি সরকার প্রমাণ করেছে যে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা থাকলে অপরাধ ও দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব। তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপিই দেশের একমাত্র রাজনৈতিক দল, যারা ক্ষমতায় থাকাকালে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে বাস্তব ও দৃশ্যমান কাজ করেছে।

তিনি বলেন, গত ১৬ বছরে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে দেশের মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার হরণ করা হয়েছে, বাক্‌স্বাধীনতা দমন করা হয়েছে। ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এর ফলে রাষ্ট্র ও সমাজ গভীর সংকটে নিমজ্জিত হয়েছে।

তারেক রহমান বলেন, ২০২৪ সালের ছাত্রজনতার আন্দোলন ছিল এই দমন-পীড়নের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। এই আন্দোলন প্রমাণ করেছে যে বাংলাদেশের মানুষ আর অন্যায় ও অবিচারের রাজনীতি মেনে নেবে না। তিনি বলেন, দেশের মানুষ এখন নিরাপদ রাষ্ট্রব্যবস্থা, নিরাপদ কর্মসংস্থান, স্বাধীন ব্যবসা-বাণিজ্যের পরিবেশ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা প্রত্যাশা করে।

তিনি জানান, বিএনপির রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা তৈরি করা হয়েছে তরুণ প্রজন্মকে সামনে রেখে। বর্তমানে দেশের জনসংখ্যার বড় অংশ তরুণ হলেও তারা কর্মসংস্থান ও নিরাপদ ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছে।

বিএনপি সরকারের সময় লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রামের ইপিজেডগুলো ছিল সেই সফল উদ্যোগের বাস্তব উদাহরণ। আগামীতে আরও নতুন ইপিজেড ও শিল্পাঞ্চল গড়ে তুলে যুব সমাজের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

আইনশৃঙ্খলা ও দুর্নীতির প্রসঙ্গে তারেক রহমান বলেন, অতীতের বিএনপি সরকার প্রমাণ করেছে যে দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা থাকলে অপরাধ ও দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব। তিনি স্পষ্ট করে বলেন, ভবিষ্যতে দুর্নীতির বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

জলাবদ্ধতা ও বন্যা সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, এটি দেশের কৃষি ও অর্থনীতির জন্য বড় হুমকি। বিএনপি সরকার গঠন করতে পারলে খাল খনন ও পানি ব্যবস্থাপনায় জাতীয় কর্মসূচি গ্রহণ করা হবে, যা দেশের জীবনমান ও অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাবেশে তারেক রহমান আসন্ন নির্বাচনের প্রসঙ্গ তুলে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য একটি নির্ধারণী মুহূর্ত। এই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটই ঠিক করবে বাংলাদেশ গণতন্ত্রের পথে ফিরবে, নাকি দমন-পীড়নের রাজনীতি অব্যাহত থাকবে। তিনি জনগণকে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে সরকার গঠনের সুযোগ দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে চট্টগ্রাম মহানগর ছাড়াও কক্সবাজার, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা মিছিল নিয়ে অংশ নেন। 

এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর