Logo

রাজনীতি

আগামীর প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান : সালাহউদ্দিন আহমদ

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১৬:৪১

আগামীর প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান : সালাহউদ্দিন আহমদ

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক তারেক রহমানই হবেন আগামীর প্রধানমন্ত্রী।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে চকরিয়ার বমুবিলছড়ি শহীদ আব্দুল হামিদ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। তাদের আদর্শ ও রক্ত তার ধমনীতে বহমান। তার নেতৃত্বেই এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ থাকবে। বিএনপিই একমাত্র শক্তি, যারা সবসময় বাংলাদেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে।’

বমুবিলছড়ির ভোটারদের উদ্দেশে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত ১৫ বছর আগে আমিই এই বমুবিলছড়িকে ইউনিয়নে রূপান্তর করেছিলাম। তখন আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছিলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সেই ভালোবাসার প্রতিফলন আবারও দেখতে চাই। ধানের শীষের জয় নিশ্চিত করে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনপ্রতিষ্ঠায় আপনাদের সমর্থন প্রয়োজন।’

বমুবিলছড়ি ইউনিয়ন বিএনপি আয়োজিত এই পথসভায় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ স্থানীয় ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সালাহউদ্দিন আহমদ তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর