Logo

রাজনীতি

ফেনীতে দাঁড়িপাল্লা-ঈগলের জনসভায় আসছেন জামায়াত আমির

Icon

এম. এমরান পাটোয়ারী, ফেনী

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১৫:০০

ফেনীতে দাঁড়িপাল্লা-ঈগলের জনসভায় আসছেন জামায়াত আমির

ছবি : বাংলাদেশের খবর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে ১১ দল সমর্থিত দাঁড়িপাল্লা-ঈগল প্রতীকের নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এ জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

দলীয় সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে জনসভা শুরু হবে। ফেনী-১ আসনের প্রার্থী এসএম কামাল উদ্দিন, ফেনী-২ আসনের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু এবং ফেনী-৩ আসনের প্রার্থী ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিকের সমর্থনে আয়োজিত এ সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি আবু তাহের মোহাম্মদ মাসুম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম ও চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি অংশ নেবেন।

জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান বলেন, জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে। জামায়াতের আমিরের নির্দেশনা অনুযায়ী দাঁড়িপাল্লা ও ঈগল প্রতীককে জয়ী করতে নেতাকর্মীরা কাজ করবে। সমাবেশের মাধ্যমে নেতাকর্মীরা আরও উজ্জীবিত হবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর