ফেনীতে দাঁড়িপাল্লা-ঈগলের জনসভায় আসছেন জামায়াত আমির
এম. এমরান পাটোয়ারী, ফেনী
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১৫:০০
ছবি : বাংলাদেশের খবর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে ১১ দল সমর্থিত দাঁড়িপাল্লা-ঈগল প্রতীকের নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত এ জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
দলীয় সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টা থেকে জনসভা শুরু হবে। ফেনী-১ আসনের প্রার্থী এসএম কামাল উদ্দিন, ফেনী-২ আসনের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু এবং ফেনী-৩ আসনের প্রার্থী ডা. মোহাম্মদ ফখরুদ্দিন মানিকের সমর্থনে আয়োজিত এ সমাবেশে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি আবু তাহের মোহাম্মদ মাসুম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম ও চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি অংশ নেবেন।
জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান বলেন, জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে। জামায়াতের আমিরের নির্দেশনা অনুযায়ী দাঁড়িপাল্লা ও ঈগল প্রতীককে জয়ী করতে নেতাকর্মীরা কাজ করবে। সমাবেশের মাধ্যমে নেতাকর্মীরা আরও উজ্জীবিত হবে।
এআরএস

