বলপ্রয়োগ করে নির্বাচন বানচালের চেষ্টা করছে বিএনপি : নাহিদ ইসলাম
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ১৯:৩৩
ছবি : সংগৃহীত
নির্বাচনী প্রচার-প্রচারণায় ১১-দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা ও পেশিশক্তি ব্যবহারের অভিযোগ তুলে বিএনপির তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি দাবি করেছেন, দেশব্যাপী ১১-দলীয় জোটের পক্ষে যে জনজোয়ার তৈরি হয়েছে, তাতে ভীত হয়ে বিএনপি বলপ্রয়োগের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করছে।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাড্ডায় নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, বর্তমানে নির্বাচনী এলাকায় এক ধরনের পেশিশক্তি দিয়ে আধিপত্য বিস্তার এবং সন্ত্রাসী কার্যক্রম চালানো হচ্ছে। তিনি বলেন, ‘আমরা আশঙ্কা করছি, যে দলের পক্ষ থেকে এই আক্রমণগুলো করা হচ্ছে, সামনে তারা এটি আরও বাড়াবে। কারণ জনগণের ওপর তাদের ভরসা কম। ১১ দলের পক্ষে সৃষ্ট জনজোয়ারকে তারা ভয় পাচ্ছে এবং প্রতিদ্বন্দ্বীকে মোকাবিলা করতে না পেরে বলপ্রয়োগের পথ বেছে নিয়েছে।’
গতকাল হাবিবুল্লাহ বাহার কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে ‘হামলা’ হিসেবে অভিহিত করে তিনি বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় নির্বাচনী পরিবেশ চরমভাবে বিঘ্নিত হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে জোটের নারী কর্মীদের ওপরও আক্রমণ করা হচ্ছে বলে তিনি দাবি করেন। নাহিদ ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এ ধরনের আক্রমণের ঘটনায় যখন প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না, তখন সেটিকে আমরা আর লেভেল প্লেয়িং ফিল্ড বলতে পারি না।’
নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এনসিপি আহ্বায়ক বলেন, ‘আমরা প্রতিনিয়ত নির্বাচন কমিশনে রিপোর্ট করছি, কিন্তু তারা দৃশ্যমান কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা কমিশনকে স্পষ্ট জানিয়েছি যে, এটি চলতে থাকলে শেষ পর্যন্ত একপাক্ষিক নির্বাচন হবে। এখনই যদি সন্ত্রাস থামানো না যায়, তবে নির্বাচনের উপযুক্ত পরিবেশ আর থাকবে না।’
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সাথে সাথে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তাপ বাড়ছে।
এমএইচএস

