Logo

রাজনীতি

দুর্নীতি বন্ধ করতে পারলে ৫ বছরে দেশের চেহারা পাল্টে যাবে : জামায়াত আমির

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ২১:৪৬

দুর্নীতি বন্ধ করতে পারলে ৫ বছরে দেশের চেহারা পাল্টে যাবে : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, চুরি, ডাকাতি ও দুর্নীতি বন্ধ করতে পারলে মাত্র ৫ বছরের মধ্যে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। আর দেশ যদি আবারও কোনো অপশাসনের কবলে পড়ে, তবে আগামী ৫০ বছরেও জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মিরপুর-কাফরুল এলাকায় (ঢাকা-১৫ আসন) ১১ দলীয় নির্বাচনী ঐক্যের গণসংযোগ ও নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে বাড়ির মালিক পর্যন্ত সবাই চাঁদাবাজির শিকার। জাতি মুক্তি ও শান্তি চায়। যারা চাঁদাবাজি করে মানুষকে অতিষ্ঠ করছে, তাদের এসব অপকর্ম থেকে সরে আসার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রের বিচার ব্যবস্থা ও সুশাসন প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, আমরা সমাজে ইনসাফ চাই, যেখানে বিচার সবার জন্য সমান হবে। প্রেসিডেন্ট থেকে ভ্যানচালক— সবাই এ দেশের নাগরিক, অপরাধ করলে কেউ রেহাই পাবেন না। বিচার ব্যবস্থা ঠিক থাকলে সমাজে দুর্নীতি, চাঁদাবাজি ও অপরাধ প্রবণতা কমে আসত।

আগামী ১২ ফেব্রুয়ারির ভোট প্রসঙ্গে তিনি বলেন, জাতি পরিবর্তন চায়। এই ভোটে ‘হ্যাঁ’ মানে আজাদি, আর ‘না’ মানে গোলামী। যারা ৫৪ বছরের ‘বস্তাপচা’ রাজনীতির পুনরাবৃত্তি, গুম ও খুন চায় না, তারা ১২ তারিখে ‘হ্যাঁ’ ভোট দেবে। তিনি দলমত নির্বিশেষে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

ঢাকা-১৫ আসনের স্থানীয় সমস্যা তুলে ধরে তিনি বলেন, এই এলাকার রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার অবস্থা নাজুক। মাদক ও সন্ত্রাস এখানকার বড় সমস্যা। জনগণ আস্থা রেখে সমর্থন দিলে তিনি জনগণের সেবক হিসেবে কাজ করবেন এবং জনগণের সম্পদের পাই-পাই হিসাব বুঝিয়ে দেবেন বলে প্রতিশ্রুতি দেন।

যুবসমাজ ও নারীদের বিষয়ে তিনি বলেন, যুবকদের বেকারভাতা না দিয়ে তাদের দক্ষ হাত হিসেবে গড়ে তোলা হবে, যেন তারা আগামীতে দেশ পরিচালনা করতে পারে। এছাড়া নারীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন, মা-বোনদের সঙ্গে অপমানজনক আচরণ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, সারা বিশ্বের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ব, কিন্তু কাউকে প্রভু হিসেবে মানব না। জাতি আর কারো কাছে মাথা নত করবে না।

পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর ও আসন পরিচালক আব্দুর রহমান মূসা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মো. তসলিমসহ স্থানীয় নেতাকর্মীরা। সভা শেষে তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামায়াত আমির

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর