২২ বছর পর আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৮:৩৬
তারেক রহমান। ফাইল ছবি
দীর্ঘ ২২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার রাজশাহীতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, তারেক রহমান উত্তরাঞ্চলের রাজশাহী, নওগাঁ ও বগুড়া জেলায় একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ১:৩০টায় রাজশাহীতে শাহ মখদুম (রহ.) এর মাজার জিয়ারত করে দুপুর ২টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি। এই জনসভায় রাজশাহী ছাড়াও নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৩টি নির্বাচনী এলাকার নেতাকর্মীরা অংশ নেবেন।
মিডিয়া সেল জানিয়েছে, বিকাল ৫:৩০টায় নওগাঁ শহরের কাজির মোড় সংলগ্ন এটিএম মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। পরে সন্ধ্যা ৭:৩০টায় বগুড়া জেলা শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। জনসভা শেষে তিনি পৈতৃক নিবাস বগুড়ায় রাতযাপন করবেন তারেক রহমান। সফরের দ্বিতীয় দিনে আগামীকাল শুক্রবার গাবতলীসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালাবেন।
এর আগে বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জনসভার সার্বিক প্রস্তুতির কথা জানানো হয়। মহানগর ও জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে জানানো হয়, তারেক রহমানের সফরকে সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বিএনপির দলীয় ইতিহাস অনুযায়ী, সর্বশেষ ২০০৪ সালে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের একটি সম্মেলনে যোগ দিতে রাজশাহীতে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ ২২ বছর পর তার এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে ব্যাপক নির্বাচনি প্রচার-প্রচারণা চালানো হয়েছে। মাদ্রাসা মাঠের এই সমাবেশকে সফল করতে দিনরাত কাজ করেছেন দলটির মাঠ পর্যায়ের কর্মীরা।
জনসভার প্রস্তুতির বিষয়ে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেন, ‘তারেক রহমানকে বরণ করতে রাজশাহীতে মানুষের ঢল নামবে। আমরা ধারণা করছি, এই জনসভায় প্রায় সাড়ে ৫ লাখ মানুষের সমাগম হবে। সেই লক্ষ্যেই বিশাল প্যান্ডেল নির্মাণসহ সব ধরনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।’
নির্বাচনকে সামনে রেখে এই জনসভাকে বিএনপি তাদের শক্তি প্রদর্শনের একটি বড় সুযোগ হিসেবে দেখছে। জনসভাকে কেন্দ্র করে মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এমএইচএস

