Logo

রাজনীতি

রাজশাহী পৌঁছেছেন তারেক রহমান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৪৭

রাজশাহী পৌঁছেছেন তারেক রহমান

দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি রাজশাহী পৌঁছেছেন বলে বিএনপি মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে।

দলীয় কর্মসূচি অনুযায়ী, রাজশাহীতে পৌঁছে তিনি প্রথমে হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর দুপুর ২টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। 

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, রাজশাহী সফর শেষে তিনি আজই নওগাঁ ও বগুড়া জেলায় আরও দুটি জনসভায় অংশ নেবেন। বিকাল ৫:৩০টায় নওগাঁর এটিএম মাঠে এবং সন্ধ্যা ৭:৩০টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সফর শেষে তিনি পৈতৃক নিবাস বগুড়ায় রাতযাপন করবেন এবং সফরের দ্বিতীয় দিন শুক্রবার গাবতলীসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।

রাজশাহীর জনসভার প্রস্তুতির বিষয়ে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেন, ‘তারেক রহমানকে বরণ করতে রাজশাহীতে মানুষের ঢল নেমেছে। আমরা ধারণা করছি মাদ্রাসা মাঠ ও এর আশপাশে প্রায় সাড়ে ৫ লাখ মানুষের সমাগম হবে।’

উল্লেখ্য, সর্বশেষ ২০০৪ সালে রাজশাহী সফর করেছিলেন তারেক রহমান। দীর্ঘ দুই দশক পর তার এই সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গের রাজনীতিতে ব্যাপক চাঙ্গাভাব লক্ষ্য করা যাচ্ছে। জনসভাকে ঘিরে পুরো রাজশাহী নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান বিএনপি সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর