একটি দল পরাজয়ের আশঙ্কায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করেছে : মিন্টু
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ১৩:৪৪
ফেনী-৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু। ছবি : বাংলাদেশের খবর
ফেনী-৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর গণসংযোগে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ও রাজাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে তিনি গণসংযোগ ও পথসভা করেন।
আবদুল আউয়াল মিন্টু দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের হাসানগনিপুর গ্রামে গণসংযোগের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন। নেতাকর্মী ও ভোটারদের কাছে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন। এতে সাধারণ মানুষের মাঝে উচ্ছ্বাস দেখা যায়।
পরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আবদুল আউয়াল মিন্টু।
এ সময় তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। রাষ্ট্র সংস্কার করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও উন্নয়ন করতে হলে এ মুহূর্তে বিএনপির বিকল্প নেই বলেও মন্তব্য করেন মিন্টু।
এলাকার বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এসব এলাকার সব সমস্যা তার জানা। ‘আমার কাছে সবাই সমান সুযোগ-সুবিধা পাবেন। ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করলে এলাকার সামাজিক, অর্থনৈতিক, কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নে কাজ করবেন।’
ফেনী-৩ আসনে বিএনপির প্রার্থী মিন্টু আরও বলেন, একটি দল পরাজয়ের আশঙ্কা দেখে নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে।
সভায় বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, অ্যাডভোকেট শহীদুল আলম ইমরান, যুবদল নেতা নিজাম উদ্দিন ভূঁঞা হুদন, শাখাওয়াত হোসেন মামুন, বিএনপি নেতা নুর আহম্মদ চুট্টু, কবির আহম্মদ, তপন চন্দ্র দাস, খোকন প্রমুখ।
এম. এমরান পাটোয়ারী/এমবি

