ধর্ম পুঁজি করে জান্নাতের টিকিট বিক্রি ইসলামবিরোধী : খোকন
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ১১:১০
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, ‘যারা ধর্মকে পুঁজি করে জান্নাতের টিকিট বিক্রির চেষ্টা করছে এবং নির্দিষ্ট মার্কায় ভোট দিলে জান্নাত নিশ্চিত—এমন বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, তারা সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করছে।’
তিনি বলেন, ‘এ ধরনের বক্তব্য ও কর্মকাণ্ডের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। বরং প্রকৃত অর্থে তারাই ইসলামবিরোধী।’
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নরসিংদী শহরের শাপলা চত্বর মোড়ে ৬ নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে তিনি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
খায়রুল কবির খোকন নির্বাচনে বিজয়ী হলে কৃষি উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, জনদুর্ভোগ নিরসন এবং ফ্যামিলি কার্ডসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।
৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ফারুক উদ্দিন ভূঁইয়া, গোলাম কবির কামাল, হারুন অর রশিদ হারুন, দ্বীন মোহাম্মদ দীপু, খবিরুল ইসলাম বাবুল, জেলা তাঁতী দলের সভাপতি হুমায়ুন তবির কামাল, শহর শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, শহর ওলামা দলের সভাপতি মুফতি আল-আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলম ভূঁইয়া, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাজী মাসুদ, মকবুল হোসেন ভূঁইয়া, মাহমুদুল আমিন বাবলুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সুমন রায়/এআরএস

