Logo

খেলা

ভারত-পাকিস্তান ‍উত্তেজনা : স্বাভাবিকভাবেই চলবে পিএসএল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১৪:৪৯

ভারত-পাকিস্তান ‍উত্তেজনা : স্বাভাবিকভাবেই চলবে পিএসএল

প্রতিবেশী দেশের সঙ্গে উত্তেজনা চললেও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ১০-এ কোনো পরিবর্তন আনা হচ্ছে না এবং টুর্নামেন্ট পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বুধবার (৭ মে) ডেইলি জংগ পিসিবির সূত্রে জানিয়েছে, আজ রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে ইসলামাবাদ ইউনাইটেড বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটরসের ম্যাচ, যা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

পিসিবি জানায়, ম্যাচের টস হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে এবং খেলা শুরু হবে রাত ৮টায়।

ক্রিকেট বোর্ড আরও জানায়, পিএসএল ১০-এর বাকি ম্যাচগুলোতেও কোনো পরিবর্তন আনা হয়নি।

আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৮ মে, লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে।

ডিআর/বিএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত পাকিস্তান যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর