বাছাইপর্বে দুর্দান্ত জয়
এশিয়ান কাপে এক পা রাখল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৮:১০

বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত
এএফসি উইমেন্স এশিয়া কাপের বাছাইপর্বে এক অভূতপূর্ব সাফল্য পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্বাগতিক ও ফিফা র্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে ২-১ গোলে হারিয়েছে ঋতুপর্ণা-আফঈদারা।
বুধবার (২ জুলাই) ইয়াঙ্গুনে আয়োজিত ম্যাচে বাংলাদেশের হয়ে দুটি গোলই করেছেন ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা।
স্বাগতিকদের বিপক্ষে এ জয়ে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূলপর্বে এক পা দিয়ে রাখল বাংলাদেশ।
এদিন ইয়াঙ্গুনের থুয়ান্না স্টেডিয়ামে বাছাইপর্বের ‘সি’ গ্রুপের ম্যাচে মিয়ানমারের বিপক্ষে প্রথম ও দ্বিতীয়ার্ধে দু’টি গোল করেন ঋতুপর্ণা।
ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলটি করেন তিনি। বক্সের বাইরে থেকে নেওয়া ফ্রি কিকে বাধা দেয় মিয়ানমারের ডিফেন্স। তবে তার বাঁ পায়ের ফিরতি শটে বল জালে জড়ায় এবং বাংলাদেশ প্রথম লিড নেয়।
এরপর ৭১ মিনিটে আবারও দুর্দান্ত একটি গোল করেন ঋতুপর্ণা। যা বাংলাদেশকে আরও এগিয়ে দেয়। শেষ পর্যন্ত বাংলাদেশ ২-১ গোলে মিয়ানমারকে হারিয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে বড় একটি জয় নিশ্চিত করে।
এর আগে ফিফা র্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাটলারের দল বাংলাদেশ।
এশিয়ান কাপের টিকিট পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে আজকের বাহরাইন-তুর্কমেনিস্তান লড়াইয়ের জন্য। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া বাহরাইন ও তুর্কমেনিস্তান ম্যাচ ড্র হলে বাংলাদেশের এশিয়া কাপ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে।
তবে বাহরাইন জিতলেও বাংলাদেশের এশিয়া কাপ আজ নিশ্চিত। কারণ বাহরাইন পরের ম্যাচে মিয়ানমারকে হারালে ৬ পয়েন্ট হবে। তুর্কমেনিস্তানের কাছে হারে হলেও বাহরাইনকে হারানোয় হেড টু হেড বিবেচনায় বাংলাদেশ গ্রুপ সেরা থাকবে।
এমবি