দোরগোড়ায় ২০২৬ ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যে ছয় মহাদেশ মিলিয়ে ৩০টি দেশ নিশ্চিত করেছে মূল পর্বে খেলার সুযোগ। ইউরোপ, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, উত্তর–মধ্য আমেরিকা ও ওশেনিয়া থেকে ধীরে ধীরে পূর্ণতা পাচ্ছে ৪৮ দলের বিশাল আয়োজন।
ইউরোপ থেকে নিশ্চিত ৩ দল
বাছাইপর্বে নিজেদের গ্রুপে আধিপত্য বজায় রেখে ফ্রান্স, ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া জায়গা পেয়েছে আসরের মূল পর্বে।
দক্ষিণ আমেরিকার ৬ প্রতিনিধি
কনমেবলের সব শীর্ষ দলই এবার নিশ্চিত করেছে টিকিট। আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর ও প্যারাগুয়ে খেলবে বিশ্বকাপে।
উত্তর ও মধ্য আমেরিকা থেকে ২ দল
টুর্নামেন্টের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবেই সরাসরি জায়গা পেয়েছে। তাদের সঙ্গে বাছাইপর্ব পেরিয়ে এসেছে মেক্সিকো।
আফ্রিকা থেকে রেকর্ড ৯ দল
আফ্রিকা মহাদেশ থেকে এবারের বিশ্বকাপে দেখা যাবে আলজেরিয়া, মরক্কো, আইভরি কোস্ট, ঘানা, মিসর, সেনেগাল, তিউনিসিয়া, কেপ ভার্দে ও দক্ষিণ আফ্রিকাকে।
এশিয়া থেকে ৭ দল নিশ্চিত
জাপান, দক্ষিণ কোরিয়া, ইরান, সৌদি আরব, জর্ডান, কাতার ও উজবেকিস্তান ইতোমধ্যে কোয়ালিফায়ার শেষ করে নিশ্চিত করেছে তাদের বিশ্বকাপ অংশগ্রহণ।
ওশেনিয়া থেকে একমাত্র প্রতিনিধি
ওশেনিয়া অঞ্চলের টিকিট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড।
যদিও ২০২৬ বিশ্বকাপের দলসংখ্যা ৪৮, এখনো বেশ কিছু স্থান খালি রয়েছে। অবশিষ্ট দলগুলো নির্ধারিত হবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ এবং শেষ ধাপের বাছাইপর্বের মাধ্যমে।
ডিআর/এসএসকে

