Logo

খেলা

বড় জয় দিয়ে কাবাডি বিশ্বকাপ শুরু করল ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ২১:১০

বড় জয় দিয়ে কাবাডি বিশ্বকাপ শুরু করল ভারত

সোনালি বিষ্ণু সিঙ্গাতে ও সাঞ্জু দেবি রেইডে এবং ঋতু নেগি ট্যাকলে আলো ছড়ালেন; দলগত নৈপুণ্যও ছিল চোখে পড়ার মতো-ঢাকায় নারী কাবাডি বিশ্বকাপের প্রথম ম্যাচেই অধিপত্য দেখাল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। থাইল্যান্ডকে ৬৫-২০ পয়েন্টে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করল দেশটি।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ ডের প্রথম দ্বৈরথের প্রথমার্ধেই পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল বিশ্ব কাবাডির পরাশক্তি ভারত। এসময় দলটি ৪১-৬ পয়েন্টে এগিয়ে যায়। বড় লিড নেওয়ার পর রিজার্ভ খেলোয়াড়দের ঝালিয়ে নেওয়ার দিকে মনোযোগ দিয়েছিল ভারত। আগের আসরের সেমিফাইনালিস্ট থাইল্যান্ড এ সুযোগে বিরতির পর কিছুটা প্রতিরোধ গড়েছিল। তবে তাদের এ প্রচেষ্টা ম্যাচে ফেরার জন্য যথেষ্ট ছিল না। দ্বিতীয়ার্ধে ভারতের ২৪ পয়েন্টের বিপরীতে থাইল্যান্ড তুলতে পেরেছে ১৪ পয়েন্ট।

ম্যাচে টস জিতে থাইল্যান্ড রেইড বেছে নিয়েছিল। প্রথম রেইডে যাওয়া দিয়ানা দিশালার্মকে মাত্র ৭ সেকেন্ডে ধরাশায়ী করে শুরু করে ভারত। ম্যাচের ৬ষ্ঠ মিনিটে থাইল্যান্ডকে অলআউট করে দলটি। এসময় ভারত ১৫-৩ পয়েন্টে লিড নেয়। নবম মিনিটে প্রতিপক্ষকে আরও একবার অলআউট করে ২৬-৩ পয়েন্টে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। ১৪ মিনিটের মধ্যে প্রতিপক্ষকে তৃতীয়বারের মতো অলআউট করে ম্যাচে একচ্ছত্র অধিপত্য প্রতিষ্ঠা করে ভারত।

অধিপত্য ছিল বিরতির পরও। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর পঞ্চম মিনিটের মধ্যে প্রতিপক্ষকে ম্যাচে চতুর্থবারের মতো অলআউট করে বোনাস পয়েন্ট তুলে নেয় ভারত। ম্যাচ শেষ হওয়ার ৫ মিনিট আগে পঞ্চমবারের মতো থাইল্যান্ডকে অলআউট করে বড় জয় নিয়ে ম্যাচ শেষ করে ভারত।

ম্যাচের পর ভারত অধিনায়ক ঋতু নেগি বলেছেন, ‘বড় জয়ের টুর্নামেন্ট শুরু করতে পেরে খুবই ভালো লাগছে। যারা এই বিশ্বকাপের আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাতে চাই।’

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর