Logo

খেলা

মুশফিকের শততম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০৯:৩৬

মুশফিকের শততম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি : বিসিবির সৌজন্যে

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ–আয়ারল্যান্ড দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ঐতিহাসিক দিনে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর এই ম্যাচ দিয়েই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের শততম টেস্টে নামছেন মুশফিকুর রহিম।

সকালে ম্যাচ শুরুর আগেই মাঠজুড়ে চলছে মুশফিককে ঘিরে বিশেষ আয়োজন। গ্যালারিতে উপস্থিত দর্শকেরা একই ধরনের জার্সি পরে উদযাপন করেন তার এই অর্জন। মাঠে সতীর্থদের সঙ্গে ঢোকার সময় তাকে অভ্যর্থনা জানায় পুরো দল। ম্যাচের আগে মাঠেই অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা। মুশফিকের প্রথম টেস্টের অধিনায়ক হাবিবুল বাশার বিশেষ উপহার দিয়েছেন দেন তাকে। এরপর আরেকটি বিশেষ টেস্ট ক্যাপ উপহার দেন বাংলাদেশ দলের প্রথম টেস্ট অধিনায়ক আকরাম খান। বিসিবি সভাপতি ও দেশের পক্ষে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল উপহার দেন বিশেষ ক্রেস্ট। এ সময় সাথে ছিলেন বোর্ড ডিরেক্টর নাজমূল আবেদীন ফাহিম মুশফিকের প্রথম ও শততম টেস্টের সতীর্থদের সিগনেচার করা জার্সি উপহার দিয়েছেন নাজমুল ও হাবিবুল।

সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। সিলেটে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জিতে এখন ধবলধোলাইয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। টসে জিতে ব্যাটিং নেওয়ায় শুরুতেই ভালো সংগ্রহ গড়ার চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে।

এদিকে একাদশে এসেছে দুই পরিবর্তন। আগের ম্যাচে খেলা পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানা বাদ পড়েছেন। তাদের জায়গায় একাদশে ফিরেছেন ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও হাসান মুরাদ।

২০ বছরেরও বেশি সময়ের ক্যারিয়ারে মুশফিক যে শ্রম, নিষ্ঠা ও আত্মনিবেদন দেখিয়েছেন—তারই ফসল শততম টেস্টের মাইলফলক। গলে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরির পর প্রমাণ করেছেন, বয়স নয়— পারফরম্যান্সই তার পরিচয়। নিজের শততম টেস্টকে পারফরম্যান্সের রঙে রাঙানোর স্বপ্ন নিয়েই আজ মাঠে নেমেছেন বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক এই ব্যাটার।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর