Logo

খেলা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

কঠিন গ্রুপে তামিমরা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ২১:২৭

কঠিন গ্রুপে তামিমরা

আগামী ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ১৬ দেশ নিয়ে বসবে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের তিন প্রতিপক্ষ যথাক্রমে ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। কঠিন গ্রুপেই পড়েছেন আজিজুল হাকিম তামিমরা।

যৌথভাবে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করবে জিম্বাবুয়ে ও নামিবিয়া। ফাইনাল হবে জিম্বাবুয়ের হারারেতে। টুর্নামেন্টে চমক হয়ে এসেছে তানজানিয়া ও জাপানের অন্তর্ভূক্তি।

গ্রুপ পর্ব শেষে সুপারসিক্সে পর্ব শুরু হবে। অর্থাৎ চার গ্রুপের সেরা চার দল এবং দ্বিতীয় সেরা দুই দল পরের ধাপে খেলার সুযোগ পাবে। সেখান থেকে দুই দল সেমিফাইনাল খেলবে। ৯ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোর জন্য প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ রাখা হয়েছে।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ নিয়ে আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেছেন, পরবর্তী প্রজন্মের ক্রিকেটার তৈরিতে বয়সভিত্তিক এই টুর্নামেন্টের দীর্ঘ ইতিহাস আছে। ব্রায়ান লারা, সনাথ জয়সুরিয়া, বিরাট কোহলি থেকে শুভগন গিলের মতো ক্রিকেটার এই পর্যায় থেকে তৈরি হয়েছে। এবারের টুর্নামেন্টে তানজানিয়াকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা আনন্দিত।’

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর