Logo

খেলা

আইসিসি র‌্যাংকিংয়ে মুশফিক-লিটন-মোমিনুল, তাইজুল, মুরাদের উন্নতি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ২০:১১

আইসিসি র‌্যাংকিংয়ে মুশফিক-লিটন-মোমিনুল, তাইজুল, মুরাদের উন্নতি

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের তিন ব্যাটার মুশফিকুর রহিম, লিটন দাস ও মোমিনুল হক এবং দুই স্পিনার তাইজুল ইসলাম-হাসান মুরাদের। আজ র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

চলতি সপ্তাহে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের শততম টেস্ট খেলেন মুশফিক। বিশ্বের ১১তম ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় জায়গা করে নেন তিনি। ২১৪ বলে ১০৬ রানের ইনিংস খেলে রিকি পন্টিং-জাভেদ মিয়াঁদাদ-জো রুটদের রেকর্ড স্পর্শ করেন মুশফিক।

প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও হাফ-সেঞ্চুরির স্বাদ নেন মুশফিক। ৮১ বলে ৫৩ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। এই হাফ-সেঞ্চুরিতেও পন্টিংয়ের পর বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে শততম টেস্টের দুই ইনিংসে অন্তত পঞ্চাশ রান করার কীর্তি গড়েন মুশফিক।

শততম টেস্টের দুই ইনিংসে শতক ও অর্ধশতকের সুবাদে ৭ ধাপ এগিয়ে ৬২৯ রেটিং নিয়ে তালিকার ৩০তম স্থানে উঠেন মুশফিক। যা বাংলাদেশ ব্যাটারদের মধ্যে টেস্টে এখন সেরা অবস্থান। 

মুশফিকের শততম টেস্টের মঞ্চে সেঞ্চুরি করেন উইকেটরক্ষক লিটন। প্রথম ইনিংসে ৮টি চার ও ৪টি চারে ১২৮ রান করেন তিনি। ৮ ধাপ এগিয়ে ৫৯৬ রেটিং নিয়ে তালিকার ৩৭তম স্থানে উঠেছেন লিটন। 

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দুই ইনিংসে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন বাঁ-হাতি ব্যাটার মোমিনুল। ৬৩ ও ৮৭ রানের সুবাদে ৮ ধাপ এগিয়ে ৪৬তম স্থানে উঠেছেন তিনি। তার রেটিং ৫৪৭। 

সতীর্থদের উন্নতির মাঝে র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই ব্যাট হাতে ৮ ও ১ রানে আউট হন টাইগার দলনেতা। তাই ৭ ধাপ পিছিয়ে ৫৭৭ রেটিং নিয়ে ৪১তম স্থানে নেমে গেছেন শান্ত। 

বোলিংয়ে বড় লাফ দিয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার মুরাদ। দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ২ ও ৪ উইকেট নেন মুরাদ। ৪০ ধাপ এগিয়ে ৩৯৩ রেটিং নিয়ে ৫২তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি। এই সিরিজের প্রথম টেস্টে অভিষেক হয় মুরাদের। ঐ ম্যাচেও ৬ উইকেট শিকার করেন মুরাদ। 

মুশফিকের শততম টেস্টে বল হাতে রেকর্ড গড়েন আরেক বাঁ-হাতি স্পিনার তাইজুল। ম্যাচে ৮ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ শিকারের মালিক হন তিনি। এছাড়া প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে আড়াইশ উইকেট শিকারও করেন তাইজুল। র‌্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠেছেন তিনি। বাংলাদেশ বোলারদের মধ্যে টেস্টে সেরা অবস্থানে এখন তাইজুল। 

এদিকে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ স্থান ফিরে পেয়েছেন ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। নিউজিল্যাান্ডের ড্যারিল মিচেলকে সরিয়ে ৭৮১ রেটিং নিয়ে শীর্ষে উঠেছেন তিনি। ৭৬৬ রেটিং নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছেন মিচেল। 

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় প্রথমবারের মত শীর্ষে উঠেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। ২৮৯ রেটিং আছে তার। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের সাইম আইয়ুবের রেটিং ২৬৯।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর