আইরিশদের কাছে বড় হারের লজ্জা, নেপথ্যে ব্যাটিং বিপর্যয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ২১:৫১
লিটন দাস বলতেই পারেন ‘টাফ সিচুয়েশনে’ চেয়েছিলাম। বিপর্যয় নয়। আয়ারল্যান্ডের বড় রানের লক্ষ্যে নেমে ৫ রানে ৩ আর ১৮ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। তাওহীদ হৃদয় লড়াই করলেও ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা করতে পারেনি বাংলাদেশ। সিরিজ শুরু করেছে ৩৯ রানের বড় ব্যবধানে।
বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস। শিশিরের প্রভাব কাজে লাগিয়ে ব্যাটিং সহজ হবে ভেবেছিলেন তিনি। কিন্তু ফ্রেশ উইকেটের সুবিধা নিয়ে শুরু থেকে দারুণ ব্যাটিংয়ে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান তোলে আয়ারল্যান্ড।
সফরকারী দলটি ৪.২ ওভারে ৪০ রানের ওপেনিং জুটি পায়। ওপেনার ও অধিনায়ক পল র্স্টালিং ১৮ বলে ২১ রান করেন। অন্য ওপেনার টিম টেক্টর ১৯ বলে ছয়টি চারের শটে ৩২ রানের ইনিংস খেলেন। শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে দলের পক্ষে সর্বাধিক ৬৯ রান করেনে হ্যারি টেক্টর। তিনি ৪৫ বলে পাঁচটি ছক্কা ও একটি চারের শটে হার না মানা ইনিংস খেলেন।
এছাড়া উইকেটরক্ষক ব্যাটার লরকান টাকার ১৮ রান যোগ করেন। কার্টুস ক্যাম্পার ১৭ বলে ২৪ রানের কার্যকরী ইনিংস খেলেন। তার ব্যাট থেকে তিনটি চার ও একটি ছক্কা আসে।
এসএসকে/

