Logo

খেলা

পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ২০:৩৪

পাকিস্তানের কাছে হারল বাংলাদেশ

বোলারদের হাসির পূর্ণতা দিতে পারল না বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটাররা। পাকিস্তানকে ৮৮ রানে আটকে দিয়েও যে ১৩ রানের হার দেখতে হয়েছে বাংলাদেশের মেয়েদের। ব্যাটিং ব্যর্থতায় আজ কক্সবাজারে হেরেছে বাংলাদেশ। ৮৯ রানের লক্ষ্য ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

এতটাই বিপর্যয় ঘটে যে ২২ রানে ৪ উইকেট নেই। শেষদিকে দুটি পনরোর্ধ্ব ইনিংস খেলে পরাজয়ের ব্যবধান কমিয়েছেন অরিত্রি নির্জনা মন্ডল ও সাদিয়া আক্তার। সাদিয়ার ১৬ রানের বিপরীতে সর্বোচ্চ ২০ রান করেন অরিত্রি। সবমিলিয়ে ৭৫ রানে অলআউট হয় বাংলাদেশ। তাতে প্রথম টি-টোয়েন্টিতে ১৩ রানের পরাজয় দেখে স্বাগতিকরা। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন শাহার বানু। এর আগে একাই ৪ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং অর্ডার ধসিয়ে দেন জারিন তাসনিম লাবণ্য। তার দুর্দান্ত বোলিংয়ে ৮৮ রানে গুটিয়ে যায় তারা।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক ইমা নাসির। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন আরিশা আনসারি। 

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর