বিপিএলের ১২তম আসরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হবে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ টুর্নামেন্টটি। এরপর চট্টগ্রাম পর্ব হয়ে ঢাকায় ফিরবে বিপিএল। ২৩ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল রাখা হয়েছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে।
সূচি অনুযায়ী, ২৬ ডিসেম্বর শুক্রবার সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স উদ্বোধনী ম্যাচ খেলবে। ম্যাচটি দুপুর ২টায় মাঠে গড়াবে। দিনের দ্বিতীয় ম্যাচে নোয়াখালি এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়েলস সন্ধ্যা সাতটায় মাঠে নামবে। পরদিন ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স মাঠে নামবে। ম্যাচটি হবে দুপুর ১টায়। পরের ম্যাচে সিলেট টাইটান্স ও নোয়াখালি এক্সপ্রেস সন্ধ্যা ৬টায় মাঠে নামবে।
প্রথম পর্বে সিলেটে ছয় দিনে ১২টি ম্যাচ হবে। দুই দিন পরপর একদিন করে খেলা বন্ধ থাকবে। দ্বিতীয় পর্ব হবে চট্টগ্রামে ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত। বন্দর নগরিতেও ছয়দিন ম্যাচ মাঠে গড়াবে। ১৫ জানুয়ারি বিপিএল ঢাকা পর্বে ফিরবে। টানা তিনদিন ম্যাচ আয়োজন করে ১৭ জানুয়ারি গ্রুপ পর্বের লড়াই শেষ হবে। বিপিএলের প্রথম এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ১৯ জানুয়ারি মাঠে গড়াবে। দ্বিতীয় কোয়ালিফায়ার হবে ২১ জানুয়ারি। ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টায় ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে।
এর আগে বিসিবি সূত্রে জানা গিয়েছিল, সিলেটে আবাসন সংকটের কারণে ঢাকা পর্ব দিয়ে বিপিএল শুরুর পরিকল্পনা করছে তারা। বিপিএলের সূচি ঘোষণার বিষয়ে বিপিএলের গর্ভনিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, হোটেলে রুম পাওয়া নিয়ে সংশয়ে ছিলেন তারা। যে কারণে ঢাকা পর্ব দিয়ে বিপিএল শুরুর পরিকল্পনা নিয়েছিলেন। তবে সিলেটে হোটেল কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করতে পারায় সিলেট পর্ব দিয়ে তারা বিপিএল শুরুর সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে ২০১৭ আসরে সিলেট পর্ব দিয়ে বিপিএল শুরু হয়েছিল।
বিকেপি/এমএইচএস

