Logo

খেলা

চীন সফরে অনূর্ধ্ব-১৯ নারী দল ঘোষণা করেছে বিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৬

চীন সফরে অনূর্ধ্ব-১৯ নারী দল ঘোষণা করেছে বিসিবি

চীন সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের অধিকাংশকেই চীন সফরের জন্য বাংলাদেশ দলে রাখা হয়েছে। গতরাতে ঘোষিত দলে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে চারজনকে। তারা হলেন- লিমা খাতুন, আঁখি আক্তার, রিজভি দাস ও জিম আফরিন। 

দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এই প্রথম চীন সফরে যাবে বাংলাদেশের জাতীয় পর্যায়ে কোন ক্রিকেট দল। সফরের সূচি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর চীনের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। ১৬ ডিসেম্বর অনুশীলন ও ট্রেনিং সেশন। ১৭ ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ১৯ এবং ২১ ডিসেম্বর যথাক্রমে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে হাংজুতে। সিরিজ শেষে ২২ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে জুনিয়র টাইগ্রেসদের।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল : সুমাইয়া আক্তার সুবর্ণা (উইকেটরক্ষক), অরিত্রি মন্ডল নির্জনা, সাদিয়া ইসলাম, চৌধুরী অদৃতা নোয়াসির, মাইমুনা নাহার স্বর্ণামনি, রুমানা আহমেদ, সাদিয়া আক্তার, অতশি মজুমদার, জারিন তাসনিম লাবণ্য, লামিয়া মৃধা, আচিনা জান্নাত ইমান্তা (উইকেটরক্ষক), মোসাম্মৎ সাদিয়া নুসরাত, মোসাম্মৎ ববি খাতুন ও শ্রাবণী রানী শীল।

স্ট্যান্ড-বাই : মোসাম্মৎ লিমা খাতুন, আখি আক্তার, রিজভি দাস, মোসাম্মৎ জিম আফরিন।

চীন সফরের সূচি :

১৭ ডিসেম্বর : প্রথম টি-টোয়েন্টি, হাংজু।

১৯ ডিসেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি, হাংজু।

২১ ডিসেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি, হাংজু।

বাসস/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর