Logo

খেলা

বিশ্বকাপের জন্য ঝালিয়ে নিতে ভারতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৮:০০

বিশ্বকাপের জন্য ঝালিয়ে নিতে ভারতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে যাচ্ছে বাংলাদেশ দল। এ লক্ষে ভারতে উড়াল দেবে বাংলাদেশ দল। আগামী ২৮ জানুয়ারি বেঙ্গালুরু যাবে নাজমুল হোসেন শান্তর দল। সেখানে নামিবিয়া এবং আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। বৃহস্পতিবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

পরিকল্পনা অনুযায়ী, বেঙ্গালুরুতে গিয়ে কয়েকদিন বিশ্রাম ও অনুশীলনের পর ২ ও ৪ ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচ দুটি খেলবে বাংলাদেশ। তবে এই সূচি এখনো পুরোপুরি চূড়ান্ত হয়নি বলেও জানিয়েছেন ফাহিম।

বিশ্বকাপের আগে ক্রিকেটারদের এখন ব্যস্ত সূচি। আগামী প্রায় এক মাস ধরে চলবে বিপিএল। তাই বিশ্বকাপের প্রস্তুতির জন্য এটিই এখন বড় মঞ্চ। এই টুর্নামেন্টের পর বিশ্বকাপে যাওয়ার আগে দেশেই ২-৩ দিনের জন্য ছোটখাটো একটি ক্যাম্প করার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন ফাহিম।

ক্রিকেট অপারেশন্সের সদস্য শাহরিয়ার নাফীস জানিয়েছেন, বিপিএল চলাকালীন একজন ফিজিও সার্বক্ষণিক বোলারদের ওয়ার্কলোড মনিটরিং করবেন। যদি কারও ওপর ধকল বেশি যায়, তবে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে বলে তাকে বিশ্রাম দেওয়ার ব্যবস্থা করবে বোর্ড।

আগামী ৭ ফেব্রুয়ারি পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। একই দিনে টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর গ্রুপ পর্বে ৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং ১৭ ফেব্রুয়ারি নেপালের মুখোমুখি হবে টাইগাররা।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

টিভিতে আজকের খেলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর