দ্বিতীয় ইনিংসে জোড়া সেঞ্চুরিতে বিশ্ব রেকর্ড ল্যাথাম-কনওয়ের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১৮:১১
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও জোড়া সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনওয়ে। ক্রিকেট ইতিহাসে প্রথম শ্রেণির ক্রিকেট ও টেস্ট মিলিয়ে এই প্রথম কোন ম্যাচে দুই ওপেনারের দুই ইনিংসেই সেঞ্চুরির এটিই প্রথম কীর্তি।
ল্যাথাম ও কনওয়ের জোড়া সেঞ্চুরিতে ২ উইকেটে ৩০৬ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। ফলে ওয়েস্ট ইন্ডিজকে ৪৬২ রানের বড় টার্গেট ছুঁড়ে দেয় কিউইরা। চতুর্থ দিন শেষে বিনা উইকেটে ৪৩ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট জিততে ম্যাচের পঞ্চম ও শেষ দিন ১০ উইকেট হাতে নিয়ে আরও ৪১৯ রান করতে হবে ক্যারিবীয়দের।
মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম ইনিংসে ৮ উইকেটে নিউজিল্যান্ডের ৫৭৫ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৮১ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। বাকী ৪ উইকেটে মাত্র ৩৯ রান যোগ করে চতুর্থ দিন ৪২০ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। এতে প্রথম ইনিংস থেকে ১৫৫ রানের লিড পায় নিউজিল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে কাভাম হজ অনবদ্য ১২৩ রান, ব্র্যান্ডন কিং ৬৩, জন ক্যাম্পবেল ও অ্যালিক আথানাজে ৪৫ রান করে করেন। নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি ৪টি ও আয়াজ প্যাটেল ৩ উইকেট নেন।
১৫৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ডকে আবারও উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ল্যাথাম ও কনওয়ে। উদ্বোধনী জুটিতে ১৯২ রান তুলেন তারা। প্রথম ইনিংসে ৩২৩ রানের সূচনা করেছিলেন ল্যাথাম-কনওয়ে জুটি। ঐ ইনিংসে অধিনায়ক ল্যাথাম ১৩৭ ও কনওয়ে ২২৭ রানের ইনিংস খেলেছিলেন।
দ্বিতীয় ইনিংসে টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে ১০০ রানে আউট হন কনওয়ে। ১৩৯ বল খেলে ৮টি চার ও ৩টি ছক্কা মারেন তিনি। টেস্টে ১৬তম শতক হাঁকিয়ে ১০১ রানে বিদায় নেন ল্যাথাম। তার ১৩০ বলের ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা ছিল।
তবে টেস্ট ইতিহাসে একই ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি করা ব্যাটারদের মধ্যে চতুর্থ কীর্তি এটি। এর আগে ১৯৭৪ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ইয়ান চ্যাপেল ও গ্রেগ চ্যাপেল, ২০১৪ সালে আবু ধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের আজহার আলি ও মিসবাহ উল হক এবং ২০২৪ সালে সিলেটে বাংলাদেশের বিপক্ষে শ্রীলংকার ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস একই টেস্টের দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি করেছিলেন।
ল্যাথাম-কনওয়ের আউটের পর কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র ৩৭ বলে ৭২ রানের অবিচ্ছিন্ন জুটিতে ২ উইকেটে ৩০৬ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। উইলিয়ামসন ৪০ ও রাচিন ৪৬ রানে অপরাজিত আছেন।
৪৬২ রানের টার্গেটে খেলতে নেমে বিনা উইকেটে ৪৩ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং ৩৭ ও জন ক্যাম্পবেল ২ রানে অপরাজিত আছেন।
বাসস/এসএসকে/

