Logo

খেলা

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের ম্যাচ বাতিল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৩:৩২

খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের দুটি ম্যাচ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিপিএলের সূচি অনুযায়ী ‘সিলেট টাইটান্স’ বনাম ‘চট্টগ্রাম রয়্যালস’ এবং ‘ঢাকা ক্যাপিটালস’ বনাম ‘রংপুর রাইডার্স’-এর ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ম্যাচ দুটি বাতিলের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খালেদা জিয়ার মৃত্যুতে দেশে শোক বিরাজ করছে। প্রয়াত দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ নির্ধারিত সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ বাতিল করা হয়েছে। এ ম্যাচগুলো পরবর্তীতে নতুন সূচিতে অনুষ্ঠিত হবে। নতুন সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের ক্রিকেটের অগ্রগতিতে তার অব্যাহত সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছে বিসিবি।

সংস্থাটি বলেছে, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে অসামান্য সমর্থন দিয়েছেন। ক্রিকেট অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন ও সারাদেশে খেলাটির বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন খালেদা জিয়া। তার দূরদর্শিতা ও উৎসাহে দেশের ক্রিকেটে সাফল্য ও অগ্রগতির পথ সুগম হয়েছে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর