Logo

খেলা

বিপিএল সূচিতে পরিবর্তন, চট্টগ্রামে হচ্ছে না কোনো ম্যাচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ২১:৫২

বিপিএল সূচিতে পরিবর্তন, চট্টগ্রামে হচ্ছে না কোনো ম্যাচ

দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি২০ টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুধুমাত্র সিলেট ও ঢাকায় আয়োজন করা হবে বলে বিসিবি নিশ্চিত করেছে। আয়োজক ভেন্যুর তালিকা থেকে চট্টগ্রামকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। প্রাথমিক সূচি অনুযায়ী, সিলেট পর্ব শেষ হওয়ার কথা ছিল ৩ জানুয়ারি। এরপর টুর্নামেন্টটি চট্টগ্রামে যাওয়ার কথা ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর টুর্নামেন্ট স্থগিত হওয়ায় বিসিবিকে সেই সূচিতে পরিবর্তন আনতে হয়েছে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘আমাদের সামনে দুই দিনের একটি বিরতি রয়েছে। এই দুই দিন সামঞ্জস্য করতে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিপিএল শুধুমাত্র দুই ভেন্যুতে আয়োজন করার। এভাবে না করলে সময়সূচি ঠিক করা সম্ভব নয়। বর্তমান পরিস্থিতিতে চট্টগ্রামে ম্যাচ বাতিল করতে বাধ্য হচ্ছি- এ জন্য চট্টগ্রামের দর্শকদের কাছে আমরা দুঃখিত। এতে করে আমরা দুই দিনের ভ্রমণ সময় বাঁচাতে পারব।’

সংশোধিত সূচি অনুযায়ী, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১২ জানুয়ারি পর্যন্ত ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর প্রতিযোগিতা ঢাকায় স্থানান্তরিত হবে। ১৫ জানুয়ারি থেকে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের শেষ ভাগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ জানুয়ারি। একই দিনে ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচ হিসেবে প্রথম কোয়ালিফায়ার আয়োজন করা হবে। এক দিনের বিরতির পর ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৩ জানুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাসস/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

টিভিতে আজকের খেলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর