Logo

খেলা

২০২৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের যত ইভেন্ট

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ২০:৫৫

২০২৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের যত ইভেন্ট

আন্তর্জাতিক ক্রিকেটে ২০২৬ সাল বাংলাদেশের জন্য ব্যস্ত সময় হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সিরিজ এবং বহুজাতিক টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত সময় পার করবে টাইগাররা। বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের জন্য ২০২৫ সাল কেটেছে উত্থান-পতনে। বেশ কিছু সেরা পারফরমেন্স দেখা গেলেও, সেগুলোতে ছিল ধারাবাহিকতার অভাব। ২০২৬ সালে নিজেদের সেরাটা দিতে মুখিয়ে থাকবে বাংলাদেশ দল।  

আন্তর্জাতিক অঙ্গনে ২০২৬ সালে মোট ১০টি টেস্ট, ২৩টি ওয়ানডে এবং ১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এছাড়াও আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে চারটি ম্যাচ খেলবে টাইগাররা। যদি ঐ টুর্নামেন্টের নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করে তাহলে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ম্যাচের সংখ্যা বাড়বে। 

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ দিয়ে এ বছরের আন্তর্জাতিক ক্রিকেট শুরু করবে বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারি-মার্চে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে ভারত এবং শ্রীলংকা। 

বিশ্বকাপের পর মার্চ-এপ্রিল মাসে পাকিস্তানের সাথে একটি পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। ঐ সিরিজে থাকবে দু’টি টেস্ট, তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি।

পাকিস্তান সিরিজের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

মে মাসে সংক্ষিপ্ত বিরতির পর জুন মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। 

এরপর আগস্টে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত অস্ট্রেলিয়া সফর। ১৮ বছরের মধ্যে প্রথম অস্ট্রেলিয়া সফর করবে টাইগাররা। সর্বশেষ ২০০৮ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করেছিল বাংলাদেশ। তবে টেস্ট ২০০৩ সালে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ টেস্ট খেলেছিল তারা। এবারের অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ।  

অস্ট্রেলিয়া সফরের আগে জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড সফর করবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর দক্ষিণ আফ্রিকায় পূর্ণাঙ্গ সফরের মাধ্যমে বছর শেষ করবে বাংলাদেশ। এছাড়া ঘরের মাঠে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে টাইগাররা। 

২০২৬ সালে ব্যস্ত সময় কাটবে বাংলাদেশ নারী দলেরও। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, তিনটি ওয়ানডে সিরিজ এবং পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। 

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে এবং দ্বিপাক্ষিক সিরিজের জন্য অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর করবে বাংলাদেশ নারী দল। 

২০২৬ সালে বাংলাদেশের পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডার : 

পুরুষ দলের সূচী : 

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ (ভারত ও শ্রীলংকা) : ফেব্রুয়ারি-মার্চ

পাকিস্তানের বাংলাদেশ সফর

মার্চ-এপ্রিল : ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর

এপ্রিল : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর

জুন : ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি

বাংলাদেশের জিম্বাবুয়ে সফর

জুলাই : ২ টেস্ট, ৫ ওয়ানডে

বাংলাদেশের আয়ারল্যান্ড সফর

আগস্ট : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর

আগস্ট : ২ টেস্ট

ভারতের বাংলাদেশ সফর

সেপ্টেম্বর : ৩ ওয়ানডে

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর

অক্টোবর-নভেম্বর : ২ টেস্ট

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর

নভেম্বর-ডিসেম্বর : ২ টেস্ট, ৩ ওয়ানডে


নারী দলের সময়সূচী :

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব : জানুয়ারি-ফেব্রুয়ারি

শ্রীলংকার বাংলাদেশ সফর

এপ্রিল : ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ : জুন-জুলাই

বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর

অক্টোবর : ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর

ডিসেম্বর: ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টি

বাসস/এসএসকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর