চট্টগ্রাম রয়্যালসের বোলিং তোপে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের নবম ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯.৪ ওভারে ১২২ রানে অলআউট ঢাকা ক্যাপিটালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালসের বোলারদের তোপে ১২ ওভারে ৬৬ রানে ৭ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে যায় ঢাকা।
ঢাকার দুই ওপেনার সাইফ হাসানকে ১ ও জুবায়েদ আকবরিকে ২ রানে শিকার করেন চট্টগ্রামের পেসার শরিফুল ইসলাম। এরপর উসমান খানকে ২১ রানে, অধিনায়ক মোহাম্মদ মিথুনকে ৮ রানে এবং ইমাদ ওয়াসিমকে ৯ রানে বিদায় দেন চট্টগ্রামের স্পিনার তানভীর ইসলাম।
শরিফুল ও তানভীরের সাথে উইকেট শিকারে মাতেন অধিনায়ক মাহেদি হাসান। ঢাকার দুই মিডল অর্ডার ব্যাটার শামিম হোসেনকে ৪ ও সাব্বির রহমানকে ৯ রানে আউট করেন মাহেদি।
উইকেট পতন ঠেকিয়ে অষ্টম উইকেটে ৩৬ বলে ৪৮ রানের জুটি ঢাকার রান ১শ পার করেন নাসির হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন। ২টি চারে ১৭ রান করা নাসিরকে শিকার করে জুটি ভাঙ্গেন শরিফুল।
দলীয় ১১৪ রানে অষ্টম ব্যাটার হিসেবে নাসির ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেনি ঢাকা। ১৯.৪ ওভারে ১২২ রানে অলআউট হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন সাইফুদ্দিন। তার ২৫ বলের অনবদ্য ইনিংসে ৪টি চার ছিল। চট্টগ্রামের শরিফুল ও তানভীর ৩টি করে এবং মাহেদি হাসান ২টি উইকেট নেন।
বাসস/এসএসকে/

