Logo

খেলা

ভারতে গিয়ে খেলতে বাংলাদেশের উদ্বেগ সমাধানে আগ্রহী আইসিসি : বিসিবি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১৮:৪৪

ভারতে গিয়ে খেলতে বাংলাদেশের উদ্বেগ সমাধানে আগ্রহী আইসিসি : বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ‘পূর্ণ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ’ নিশ্চিত করতে তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। এর আগে বিসিবি আইসিসির কাছে চিঠি দিয়ে টুর্নামেন্ট চলাকালে ভারতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগ জানায়। সেই সঙ্গে দলের ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার অনুরোধও করা হয়েছিল।

আজ প্রকাশিত এক বিবৃতিতে বিসিবি জানায়, ‘নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বোর্ডের প্রকাশিত উদ্বেগের বিষয়ে আইসিসির কাছ থেকে জবাব পেয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো সমাধানে বোর্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে আইসিসি এবং একইসাথে তারা জানিয়েছে ইভেন্টের বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে বোর্ডের মতামতকে স্বাগত জানানো হবে এবং যথাযথভাবে বিবেচনা করা হবে।’

বিসিবি একই সঙ্গে কিছু গণমাধ্যমের প্রতিবেদন নাকচ করে দিয়েছে। প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছিল নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেওয়ার অনুরোধ আইসিসি প্রত্যাখ্যান করেছে।

বিসিবির বিবৃতিতে বলা হয়, ‘গণমাধ্যমের একটি অংশে প্রকাশিত কিছু প্রতিবেদনও বিসিবির নজরে এসেছে, যেখানে বলা হয়েছে এ বিষয়ে বোর্ডকে চূড়ান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে যে এসব দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং আইসিসি থেকে প্রাপ্ত যোগাযোগের প্রকৃতি বা বিষয়বস্তুর প্রতিফলন নয়।’

বিবৃতিতে আরও যোগ করা হয়, ‘আইসিসি ও সংশ্লিষ্ট ইভেন্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতামূলক ও পেশাদার মনোভাব নিয়ে গঠনমূলক আলোচনা অব্যাহত রাখবে বিসিবি, যাতে ২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের অংশগ্রহণ নির্বিঘ্ন ও সফল করতে একটি গ্রহণযোগ্য ও বাস্তবসম্মত সমাধানে পৌঁছানো যায়।’

বিসিবি আরো বলেছে, জাতীয় দলের খেলোয়াড়দের নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অবস্থানে তারা অটল। বিবৃতির শেষাংশে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে বোর্ড তার অঙ্গীকারে দৃঢ়ভাবে অবিচল রয়েছে।’

বাসস/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

টিভিতে আজকের খেলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর