ভারতে নিরাপত্তা ঝুঁকির প্রমাণ তুলে ধরে আইসিসিকে চিঠি পাঠাল বিসিবি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ১৬:৩১
ভারতে বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, গতকাল অফিস সময়ের মধ্যেই আইসিসিকে ই-মেইলের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। সেই চিঠিতে ভারতের বদলে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।
বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন রহমান জানান, বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা হুমকির বাস্তব প্রমাণ হিসেবে ভারতসহ বিভিন্ন দেশের গণমাধ্যম, টেলিভিশন ও ইউটিউবের প্রায় ১০০টি সংবাদ লিংক সংযুক্ত করে আইসিসিকে পাঠানো হয়েছে।
চিঠিতে বিসিবির যুক্তির কথা তুলে ধরে মাহিন রহমান বলেন, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যখন নিজেরাই নিরাপত্তা ঝুঁকির কথা বলে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে, তখন পুরো বাংলাদেশ দল ভারতে কতটা নিরাপদ থাকবে, সেটি বড় প্রশ্ন। একজন খেলোয়াড় যেখানে নিরাপদ নন, সেখানে ১৫ জন ক্রিকেটার, কোচিং স্টাফ, বোর্ড কর্মকর্তাসহ সাংবাদিক ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়— এই বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে চিঠিতে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন ও আইসিসির নিয়ম অনুযায়ী ক্রিকেটারদের জানমালের নিরাপত্তার দায় সংশ্লিষ্ট রাষ্ট্রের। তাই অনিরাপদ ভেন্যুতে খেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিসিবি প্রস্তাব দিয়েছে, শ্রীলঙ্কার কোনো ভেন্যু থেকে একটি গ্রুপকে ভারতে এনে, বাংলাদেশের গ্রুপের ম্যাচগুলো সেখানে আয়োজন করা যেতে পারে।
চিঠির সঙ্গে ভারতীয় রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের প্রকাশ্য হুমকির প্রমাণও সংযুক্ত করা হয়েছে বলে জানান ব্যারিস্টার মাহিন। মহারাষ্ট্রের রাজনীতিক ও হিন্দুত্ববাদী শিবসেনা নেতা সঞ্জয় নিরুপমসহ একাধিক ব্যক্তির মন্তব্য তুলে ধরে বলা হয়েছে, বাংলাদেশি খেলোয়াড়দের লক্ষ্য করে সরাসরি হুমকি দেওয়া হয়েছে। বিসিসিআইও তাদের বক্তব্যে ‘রিসেন্ট ডেভেলপমেন্ট’ শব্দ ব্যবহার করেছে, যা নিরাপত্তা ঝুঁকির দিকেই ইঙ্গিত করে বলে দাবি বিসিবির।
উল্লেখ্য, গত শনিবার নিরাপত্তা ইস্যু দেখিয়ে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় কেকেআর। এর পরিপ্রেক্ষিতেই ৪ জানুয়ারি বিসিবি আইসিসিকে চিঠি পাঠিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে অনীহা জানায় এবং ভেন্যু পরিবর্তনের দাবি তোলে।
সব মিলিয়ে, মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে তৈরি হওয়া এই নিরাপত্তা বিতর্ক এখন আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনেও বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।
এসএসকে/

