Logo

খেলা

আসিফ নজরুল

আইসিসি জানিয়েছে ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার পরিস্থিতি নেই

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৮:২৭

আইসিসি জানিয়েছে ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার পরিস্থিতি নেই

বিশ্বকাপ ইস্যুতে কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

ভারতের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। এ বিষয়ে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেট কৌশল ও নিরাপত্তার ওপর ভিত্তি করে আইসিসি নিশ্চিত করেছে যে ভারতে বাংলাদেশের খেলার পরিস্থিতি নেই।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

ক্রীড়া উপদেষ্টা সাংবাদিকদের জানান, ‘আইসিসির সিকিউরিটি টিম তিনটি বিষয় উল্লেখ করেছে, যেগুলো হলে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাবে। প্রথম, যদি মোস্তাফিজ টিমে খেলেন। দ্বিতীয়, বাংলাদেশের সমর্থকরা জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করলে। এবং তৃতীয়, ভারতের নির্বাচনের সময় যত এগোবে, বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি তত বৃদ্ধি পাবে। এসব কারণে ভারতে খেলার পরিস্থিতি নেই।’

আসিফ নজরুল আইসিসির অভিযোগকে ‘উদ্ভট ও অযৌক্তিক’ আখ্যা দিয়ে বলেন, ‘আইসিসি যদি আশা করে, আমরা দলের শ্রেষ্ঠ বোলার মোস্তাফিজুরকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গড়বো, বা নির্বাচন পিছিয়ে খেলার ব্যবস্থা করব— তা সম্পূর্ণ অবাস্তব প্রত্যাশা। দলের নিরাপত্তা নিয়ে এমন যুক্তি কখনোই গ্রহণযোগ্য নয়।’

তিনি আরও বলেন, ‘গত ১৬ মাস ধরে ভারতে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশবিদ্বেষী অব্যাহত প্রচারণা চলেছে। এই অবস্থায় নিরাপত্তার কারণে বাংলাদেশ দল ভারতে খেলতে পারবে না। আমরা চাই, দলকে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলার সুযোগ দেওয়া হোক।’

ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘ভারতে বর্তমানে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং গত দেড় বছরে বাংলাদেশবিরোধী ধারাবাহিক প্রচারণা হয়েছে। মোস্তাফিজুরের অন্তর্ভুক্তি, আইসিসির নিরাপত্তা চিঠি— সব মিলিয়ে এটি প্রমাণ করে যে, আমাদের খেলোয়াড়দের জন্য নিরাপদ পরিবেশ নেই।’ 

তিনি জানান, ‘আমরা ইতিমধ্যেই আইসিসিকে দুইটি চিঠি দিয়েছি এবং তাদের চূড়ান্ত উত্তর পাওয়ার অপেক্ষায় রয়েছি।’

এর আগে মোস্তাফিজুর রহমানকে ভারতের আইপিএলের দল থেকে বাদ দেয়ার পর বাংলাদেশ নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলার অস্বীকৃতি জানিয়েছে এবং আইসিসিকে চিঠি পাঠিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার বা মঙ্গলবারের মধ্যে জানা যাবে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আসিফ নজরুল বাংলাদেশ ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর