Logo

খেলা

কাল শেষ প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ যুব দল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ২১:৫৬

কাল শেষ প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ যুব দল

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মূল পর্বে খেলতে নামার আগে কাল নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। জিম্বাবুয়ের হারারেতে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। জিম্বাবুয়ের মাসভিঙ্গো স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ।

কালাম সিদ্দিকির হাফ-সেঞ্চুরিতে ৩৬.৩ ওভারে ৭ উইকেটে ১৫২ রান করে বাংলাদেশ। এরপর বৃষ্টি নামলে ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়ে যায়।

৬টি চারে ৯৮ বলে ৭১ রান করেন কালাম। এছাড়া রিজান হোসেন ১৮, এমডি আব্দুল্লাহ ১১ ও সামিউন বশির ১০ রান করেন। পাকিস্তানের আলি রাজা ৩ উইকেট শিকার করেন।

১৫ জানুয়ারি থেকে শুরু হবে যুব বিশ্বকাপ। আসন্ন বিশ্বকাপে ‘বি’ গ্রুপ আছে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ-ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।বুলাওয়েতে আগামী ১৭ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

বাসস/এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

টিভিতে আজকের খেলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর