নাজমুলের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, বিপিএল খেলতে মাঠে যাননি কেউ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১২:১১
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের অসংলগ্ন ও মানহানিকর বক্তব্যের জেরে উত্তাল হয়ে উঠেছে দেশের ক্রিকেট অঙ্গন। তার পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। আল্টিমেটাম অনুযায়ী আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নির্ধারিত সময়ে বিপিএলের কোনো দলই হোটেল ছেড়ে মাঠে আসেনি। ফলে আজকের ম্যাচগুলো মাঠে গড়ানো নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।
আজ দুপুর ১টা ও সন্ধ্যা ৬টায় বিপিএলের দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ক্রিকেটাররা টিম হোটেলের বাইরে বের হননি।
এর আগে বুধবার (১৪ জানুয়ারি) রাতে এক ভিডিও কনফারেন্সে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ‘এম নাজমুল ইসলাম বোর্ড থেকে পদত্যাগ না করলে অথবা তাকে বোর্ড থেকে সরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা বিপিএল খেলব না।’
পরিস্থিতি ঘোলাটে হয় বিসিবি পরিচালক নাজমুলের ধারাবাহিক বিতর্কিত মন্তব্যের কারণে। তিনি গণমাধ্যমে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বলেন, ‘ক্রিকেটাররা খারাপ খেললে তাদের বেতন বা ফি কাটা হয় না। তাহলে বিশ্বকাপে দল না গেলে ক্রিকেটাররা কেন ক্ষতিপূরণ পাবেন?’ তিনি আরও মন্তব্য করেন, ‘বোর্ড হলো শরীর, আর ক্রিকেটাররা হাত। শরীর না থাকলে হাতের কোনো কাজ আছে?’
এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ প্রসঙ্গে তামিম ইকবালের মন্তব্যের জেরে তাকে ফেসবুকে ‘ভারতের দালাল’ আখ্যা দিয়েছিলেন এই পরিচালক। নাজমুলের এমন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে কোয়াব সভাপতি বলেন, ‘প্রথমে একজনকে (তামিম) নিয়ে বলা হয়েছে, এখন সব ক্রিকেটারকে নিয়ে বলা হচ্ছে। তিনি পুরো ক্রিকেট অঙ্গনকে আহত করেছেন।’
যদিও বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নাজমুলের বক্তব্য একান্তই ব্যক্তিগত এবং তা ক্রিকেটের চেতনার পরিপন্থী। বোর্ড তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে দুঃখ প্রকাশও করেছে। তবে এতে সন্তুষ্ট হতে পারেননি ক্রিকেটাররা। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে না নামার সিদ্ধান্তে অটল থেকে বর্তমানে টিম হোটেলেই অবস্থান করছেন তারা।
এমএইচএস

