বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে অর্থ কমিটির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও পরিচালক পদে বহাল থাকছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানাতে চায় যে, সাম্প্রতিক ঘটনাবলি পর্যালোচনা করে এবং সংগঠনের সর্বোত্তম স্বার্থে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ফিন্যান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে এম নাজমুল ইসলামকে অবিলম্বে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবি গঠনতন্ত্রের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী বিসিবি সভাপতির ওপর অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যার লক্ষ্য বোর্ডের কার্যাবলীর নিরবচ্ছিন্ন ও কার্যকর পরিচালনা নিশ্চিত করা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই ফিন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
তবে অর্থ কমিটির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও এম নাজমুল ইসলাম বিসিবির পরিচালক পদে বহাল থাকছেন।
এর আগে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (কোয়াব) এক সংবাদ সম্মেলনে এম নাজমুল ইসলামের অপসারণ দাবি করে। কোয়াব জানায়, ৪৮ ঘণ্টার মধ্যে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার নিশ্চয়তা না পেলে তারা খেলায় না ফেরার সিদ্ধান্তে অটল থাকবে।
বুধবার এক সংবাদ সম্মেলনে এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে মন্তব্য করে বিতর্কের জন্ম দেন। তিনি বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো না হলে ক্রিকেটাররা কোনো ক্ষতিপূরণ পাবেন না। তার ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলে কোনো শিরোপা না জেতা এবং একাধিকবার ব্যর্থতার পরও ক্রিকেটারদের পারিশ্রমিক কমানো হয়নি, বরং তাদের পেছনে কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে।
এমবি

