দেম্বেলের জোড়া গোলে লিগ ওয়ানে শীর্ষে ফিরল পিএসজি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০৮:৫৯
ওসমান দেম্বেলে। ছবি : সংগৃহীত
দলবদলের আলোচনা পেছনে ফেলে জোড়া গোল করে প্যারিস সেন্ট জার্মেইকে (পিএসজি) জয় এনে দিলেন উসমান দেম্বেলে। শুক্রবার লিগ ওয়ানে ঘরের মাঠে লিলকে ৩–০ গোলে পরাজিত করে শীর্ষস্থান ফিরেছে পিএসজি।
গত সপ্তাহে ফরাসি গণমাধ্যমে দেম্বেলের নতুন চুক্তি প্রত্যাখ্যানের খবর প্রকাশিত হয়েছিল, যা কোচ লুইস এনরিকে ‘অপপ্রচার’ বলে উড়িয়ে দেন। মাঠে দেম্বেলে সেসব আলোচনা নিয়ে কোনো বিভ্রান্তি নেই—তা প্রমাণ করলেন দুর্দান্ত দুটি গোল করে।
ম্যাচের ১২তম মিনিটে ২০ গজের বেশি দূরত্ব থেকে শক্তিশালী শটে প্রথম গোলটি করেন দেম্বেলে। লিলের গোলরক্ষক কোনো প্রতিক্রিয়া দেখাতে পারেননি। দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটে তিনি আবারও স্মরণ করিয়ে দেন কেন তিনি ব্যালন ডি’অর বিজয়ী। চার রক্ষকের চেষ্টা উপেক্ষা করে সুযোগ তৈরি করে ক্রসবারের ঠিক নিচে জালে বল স্থাপন করেন। লিলের গোলরক্ষক বার্কে ওজার হতভম্ব হয়ে পড়েন।
পিএসজির হয়ে শেষ পাঁচ ম্যাচে এটিই ফরাসি ফরোয়ার্ডের চতুর্থ গোল। এর আগের আট ম্যাচে তার কোনো গোল ছিল না। ইনজুরি টাইমে বদলি খেলোয়াড় ব্রাডলি বার্কোলা পিএসজির তৃতীয় গোলটি করেন।
ফরাসি কাপে নগর প্রতিদ্বন্দ্বী প্যারিস এফসির কাছে হারের পর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি একটি প্রয়োজনীয় জয় পেয়েছে। এই জয়ের মাধ্যমে তারা লেন্সকে ২ পয়েন্টে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে। ১৮ ম্যাচে পিএসজির সংগ্রহ ৪২ পয়েন্ট। দ্বিতীয় স্থানের লেন্সের একটি ম্যাচ কম আছে। লিল ১০ পয়েন্ট পিছিয়ে থেকে চতুর্থ স্থানে রয়েছে।
এআরএস

