মালদ্বীপকে উড়িয়ে দক্ষিণ এশীয় চ্যাম্পিয়ন বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১২:২৮
থাইল্যান্ডে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার প্রথম ফুটসাল টুর্নামেন্টে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল। ছবি : সংগৃহীত
থাইল্যান্ডে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার প্রথম ফুটসাল টুর্নামেন্টে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল। রোববার (২৫ জানুয়ারি) রাউন্ড রবিন লিগের ষষ্ঠ ও শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লাল-সবুজের প্রতিনিধিরা।
ব্যাংককের ননথাবুরি হলে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে মালদ্বীপ এগিয়েছিল, তবে দ্রুতই খেলায় ফিরেছিল বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুন ও মাসুরাদের নেতৃত্বে দল ছয় ম্যাচে পাঁচ জয় এবং এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শিরোপা নিশ্চিত করে।
এর আগে পাকিস্তানের বিপক্ষে ৯-১ গোলের বিশাল জয় বাংলাদেশকে শিরোপার পথে এগিয়ে নিয়ে গিয়েছিল।
টুর্নামেন্টের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারানোর পর ভুটানের সঙ্গে ৩-৩ ড্র করলেও নেপালকে ৩-০, শ্রীলঙ্কাকে ৬-২ এবং পাকিস্তানকে ৯-১ গোলে হারিয়ে শক্ত অবস্থান তৈরি করে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে শুধু ড্র করলেই শিরোপা নিশ্চিত ছিল। কিন্তু বাংলাদেশ অসাধারণ জয় দিয়ে ট্রফি নিশ্চিত করে।
সাবিনা খাতুনের অসাধারণ নেতৃত্ব, নুসরাত জাহান ও কৃষ্ণা রানী সরকারের গোল এবং দলীয় সমন্বয় বাংলাদেশকে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এ জয়ের ফলে দক্ষিণ এশিয়ায় নারী ফুটবলের শ্রেষ্ঠত্বে নতুন মাত্রা যোগ হয়েছে। দেশের নারী ফুটবলের ইতিহাসে এটি এক স্মরণীয় মাইলফলক।
এমবি

