Logo

খেলা

সুপার সিক্সে কাল ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

Icon

বাসস

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১৭:৫৩

সুপার সিক্সে কাল ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ

আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সুপার সিক্স পর্বে নিজেদের প্রথম ম্যাচে কাল ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। জয় দিয়ে সুপার সিক্স শুরু করার লক্ষ্য যুবাদের। জিম্বাবুয়ের বুলাওয়েতে সুপার সিক্সে গ্রুপ-২’এ বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে ইংলিশদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টের নিয়মনুযায়ী, সুপার সিক্সে দু’টি করে ম্যাচ খেলবে দলগুলো। ইংল্যান্ডের পর নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৩১ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ। 

চাপে থেকেই সুপার সিক্স শুরু করতে হবে বাংলাদেশকে। কারণ গ্রুপ পর্বের পয়েন্ট সুপার সিক্সে যুক্ত হবে। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।  ভারতের কাছে হারের পর বৃষ্টির কারণে নিউজিল্যান্ডের সাথে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশ। 

শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করে তারা। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকায় গ্রুপ রানার্স-আপ হয় বাংলাদেশ। এই গ্রুপ থেকে বাংলাদেশ ছাড়াও ভারত ও নিউজিল্যান্ড সুপার সিক্সে উঠে। ফলে ভারতের কাছে হারের কারণে কোন পয়েন্ট পাবে না আজিজুল হাকিমের দল। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করায় ১ পয়েন্ট নিয়ে সুপার  সিক্স খেলতে নামবে বাংলাদেশ। 

‘বি’ গ্রুপে সেরা তিন দল সুপার সিক্সে লড়বে ‘সি’ গ্রুপের দলগুলোর সাথে। ‘সি’ গ্রুপ থেকে সুপার সিক্স নিশ্চিত করে ইংল্যান্ড, পাকিস্তান ও জিম্বাবুয়ে। নিয়মনুযায়ী, গ্রুপ ‘সি’ চ্যাম্পিয়ন ও তৃতীয় হওয়া দলের সাথে খেলবে ‘বি’ গ্রুপে রানার্স-আপ হওয়া বাংলাদেশ। ‘সি’ গ্রুপ রানার্স-আপ পাকিস্তানের সাথে তাদের খেলা নেই।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে বৃষ্টি আইনে ১৮ রানে হারে বাংলাদেশ। প্রথম ব্যাট করে ৪৮.৪ ওভারে ২৩৮ রানে অলআউট হয় ভারত। বৃষ্টির কারণে ২৯ ওভারে ১৬৫ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। জবাবে ৩ বল বাকী থাকতে ১৪৬ রানে অলআউট হয় তারা। 

নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হবার পর যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ১৯৯ রানে গুটিয়ে যায় যুক্তরাষ্ট্র। ৪১ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফল বোলার পেসার ছিলেন ইকবাল হোসেন ইমন। 

জবাবে অধিনায়ক আজিজুলের হাফ-সেঞ্চুরিতে ৫১ বল বাকী থাকতে জয় পায় যুবারা। ২টি করে চার-ছক্কায় ৮২ বলে ৬৪ রান করেন আজিজুল।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

টিভিতে আজকের খেলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর