Logo

খেলা

এবার বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:১০

এবার বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় বাংলাদেশ দলকে আসর থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার একগুঁয়েমি যেন সেখানেই শেষ হয়নি; এবার বাংলাদেশের সংবাদকর্মীদের ওপরও নেমে এসেছে আইসিসির খড়্গ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করার জন্য আবেদন করা বাংলাদেশের সকল সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বা পরিচয়পত্র বাতিল করে দিয়েছে সংস্থাটি।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় জানা যায়, বাংলাদেশ থেকে যে অর্ধশতাধিক ক্রীড়া সাংবাদিক বিশ্বকাপের সংবাদ সংগ্রহের জন্য আবেদন করেছিলেন, আইসিসি তাদের সবার আবেদনই রিজেক্ট বা বাতিল করে দিয়েছে। এর ফলে প্রথমবারের মতো কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের কোনো সাংবাদিকের উপস্থিত থাকার সুযোগ বন্ধ হয়ে গেল। উল্লেখ্য, ১৯৯৯ সালে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ খেলার আগে থেকেই এ দেশের সাংবাদিকরা নিয়মিতভাবে বিশ্বমঞ্চে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।

এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সভাপতি ক্রিকেট রিপোর্টার আরিফুর রহমান বাবু। তিনি বলেন, ‘এটি বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের জন্য চরম অপমান ও গ্লানির। আমি নিজেই সাতটি বিশ্বকাপ কাভার করেছি, কিন্তু এমন পরিস্থিতি দেখিনি। বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে চায়নি বলে এ দেশের সাংবাদিকদের কেন সুযোগ দেওয়া হবে না? টুর্নামেন্ট তো শ্রীলঙ্কাতেও হচ্ছে, সেখানে গিয়েও তো আমাদের সাংবাদিকরা কাজ করতে পারতেন।’

তিনি আরও যোগ করেন, ‘আইসিসির এই আচরণ ন্যাক্কারজনক ও ঘৃণ্য মানসিকতার বহিঃপ্রকাশ। বাংলাদেশ ক্রিকেট দলের পাশাপাশি এখন এ দেশের মিডিয়াকেও কোণঠাসা করার চেষ্টা চলছে।’

এই পরিস্থিতির প্রতিবাদে দেশের তিনটি বড় ক্রীড়া সাংবাদিক সংগঠন (বিএসজেএ, বিএসপিএ ও বিএসজেসি) মিলে বিসিবি কিংবা তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে আইসিসির কাছে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

উল্লেখ্য, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর থেকেই নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ সরকার ও সমর্থকদের পক্ষ থেকে জোরালো দাবি ওঠে। বাংলাদেশ বারবার ভেন্যু শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করলেও আইসিসি তা প্রত্যাখ্যান করে। শেষ পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় থাকায় বাংলাদেশকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে প্রকারান্তরে ‘ফরফিট’ বা বহিষ্কার করা হয়।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আইসিসি গণমাধ্যম বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর