মার্করামের ব্যাটে ক্যারিবীয়দের উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:৩২
টি-টোয়েন্টি বিশ্বকাপের আবহে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত দলগুলো। সেই প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার থেকে শুরু হয়েছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম লড়াইয়েই দাপুটে পারফরম্যান্স দেখাল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক এইডেন মার্করামের বিধ্বংসী ব্যাটিংয়ে ক্যারিবীয়দের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে শুভসূচনা করেছে প্রোটিয়ারা।
পার্লে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে তারা সংগ্রহ করে ১৭৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন শিমরন হেটমায়ার। এছাড়া রোভম্যান পাওয়েল অপরাজিত ২৯ এবং ব্র্যান্ডন কিং করেন ২৭ রান। প্রোটিয়া বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন জর্জ লিন্ডে; ৪ ওভার বল করে মাত্র ২৫ রান দিয়ে শিকার করেন ৩টি উইকেট। এছাড়া কেশব মহারাজ ও বশ দুটি করে উইকেট লাভ করেন।
১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন দুই প্রোটিয়া ওপেনার। লুয়ান-ড্রে প্রিটোরিয়াস ও মার্করামের উদ্বোধনী জুটিতে আসে ৮৩ রান। প্রিটোরিয়াস ২৮ বলে ৪৪ রান করে সাজঘরে ফিরলেও তাতে স্বাগতিকদের জয়যাত্রায় কোনো বাধা আসেনি। দ্বিতীয় উইকেটে রায়ান রিকেল্টনকে সঙ্গে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা শেষ করেন অধিনায়ক। রিকেল্টন ৩২ বলে ৪০ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৪৭ বলে ৮৬ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মার্করাম। ৯ উইকেট আর ১৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী বৃহস্পতিবার সেঞ্চুরিয়ানে অনুষ্ঠিত হবে।
ডিআর/এমএন

