ঢাকা টেস্টের প্রথম দিন ৪ উইকেটে ২৯২ রানে শেষ করেছে বাংলাদেশ। মুশফিকুর রহিম অপরাজিত ৯৯ রানে। প্রথম দিনের ৯০ ওভার শেষ হতেই এগিয়ে এলেন আম্পায়ার। থমকে দাঁড়ালেন মুশফিকুর রহিমও। দূর থেকে যতটুকু ধারণা পাওয়া যায়- একটা ওভার বাড়ানো যায় কিনা, আয়ারল্যান্ড অধিনায়কের সঙ্গে এই নিয়েই আলোচনা। শেষ পর্যন্ত স্টাম্পের বেল ফেলে দিলেন আম্পায়ার। দিন শেষে ব্যাটারের ১ রানের অপেক্ষা থাকতেই পারে। কিন্তু ম্যাচটা যে ছিল মুশফিকের। টেস্ট ক্যারিয়ারের শততম ম্যাচ খেলছেন তিনি।
ওই ম্যাচে আবার প্রথম ইনিংসে সেঞ্চুরির জন্য দরকার ১ রান। সেই রানটার জন্য ১ ওভার না বাড়ায় অপেক্ষার দীর্ঘ রজনী পার করতে হবে তার। দ্বিতীয় দিন সকালে স্ট্রাইক পাবেন তিনি। ১ রান পেলেই শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়বেন ৩৮ বছর বয়সী এই ব্যাটার।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিতে দু’বার ভাবেননি অধিনায়ক নাজমুল শান্ত। ওপেনিংয়ে ৫২ রানের জুটি দিয়ে ফিরে যান সাদমান ইসলাম। তিনি ছয়টি চারের শটে ৩৫ রান করেন। অন্য ওপেনার মাহমুদুল হাসান জয় ফিরে যান ৩৪ রান করে।
দলের ৯৫ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক শান্ত ৮ রান যোগ করতে পারেন। পরে তিনে নামা মুমিনুল হক ও পাঁচে নামা মুশফিক ১০৭ রানের জুটি গড়ে দলকে ভালো রানের পথে তুলে নেন। মুমিনুল ফিরে যান ১২৮ বলে ৬৩ রানের ইনিংস খেলে। তার ব্যাট থেকে একটি চারের শট আসে।
আইএইচ/

